Cyclone Remal: ধেয়ে আসছে 'রিমাল'! কবে আছড়ে পড়বে, কোথায়? আয়লার চেয়েও ভয়ংকর এই ঝড় কতটা বিধ্বংসী?

Cyclone Remal Update: সপ্তাহান্তে ফের একবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে এ মাসের শেষেই ধেয়ে আসছে এক ঘূর্ণিঝড়! নাম তার রিমাল।

May 16, 2024, 14:55 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে ফের একবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মাসের শেষেই ধেয়ে আসছে এক ঘূর্ণিঝড়। নাম দেওয়া হয়েছে 'রিমাল'। তবে তা কত বেগে কবে কোথায় আছড়ে পড়তে পারে, বাংলায় এর ঠিক কী প্রভাব পড়বে? তা এখনও স্পষ্ট নয়। 

1/6

২০ মে'র পরে

আগামী ২০ মে'র পরে বঙ্গোপসাগরের উপরে দুটি নিম্নচাপ তৈরি হওয়ার খবর শোনা গিয়েছে। 

2/6

নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়

আশঙ্কা, এই দুটি নিম্নচাপ ক্রমশ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

3/6

ল্যান্ডফল-সংশয়

তবে ঝড়টি আদৌ হবে কিনা, সেটা যেমন একটা প্রশ্ন, তেমনই কোথায় এটি আছড়ে পড়বে, সেটা নিয়েও সংশয় আছে।

4/6

এপার না ওপার

বঙ্গোপসাগরে তৈরি হওয়া রিমাল শেষ পর্যন্ত আছড়ে পড়তে পারে বাংলাদেশে, অথবা পশ্চিমবঙ্গে। বলা হচ্ছে, রিমাল ভয়াবহতার দিক থেকে 'আয়লা'র মতো হতে পারে!

5/6

বৃষ্টি কমবে

রিমাল ঝড়টির নামকরণ কে করেছে, জানেন? ওমান! 'রিমাল' শব্দটির অর্থ কী? কেউ বলছে আরবীয় সংস্কৃতিতে হয় এর অর্থ 'স্যান্ড' মানে বালি, অথবা 'রোজ অফ হেভেন', স্বর্গের ফুল!

6/6

কবে ধেয়ে আসছে রিমাল?

মে মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনটি মে মাসের শেষেই আছড়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ২০ মে থেকে ২৭ মে'র মধ্যে এটি আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। তবে এর গতিবেগ এখনও স্পষ্ট নয়।