Covid In India Update: একলাফে ১০ হাজার পেরল দেশে করোনার দৈনিক সংক্রমণ! এই রাজ্যে সবচেয়ে বেশি...

Apr 13, 2023, 15:46 PM IST
1/6

দেশে উদ্বেগজনক করোনার সংক্রমণ!

Covid in India crosses 10000 Mark

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। একলাফে ১০ হাজারের গন্ডি পেরিয়ে দেশে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০,১৫৮ জন।

2/6

দেশে উদ্বেগজনক করোনার সংক্রমণ!

Covid in India crosses 10000 Mark

২০২২-এর অগাস্ট মাসের পর থেকে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। এর ফলে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যাও বেড়ে ৫০,০০০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।  

3/6

দেশে উদ্বেগজনক করোনার সংক্রমণ!

Covid in India crosses 10000 Mark

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে দেশে করোনার সংক্রমণ একলাফে অনেকখানি বেড়ে গিয়েছে। বেড়েছে দৈনিক সংক্রমণের হারও।

4/6

দেশে উদ্বেগজনক করোনার সংক্রমণ!

Covid in India crosses 10000 Mark

করোনার দৈনিক পজিটিভিটি রেট এখন বেড়ে দাঁড়িয়েছে ৪ শতাংশের উপরে, ৪.৪২। ওদিকে সাপ্তাহিক পজিটিভি রেটও ৪ শতাংশের উপরে পৌঁছে গিয়েছে, ৪.০২ শতাংশ।

5/6

দেশে উদ্বেগজনক করোনার সংক্রমণ!

Covid in India crosses 10000 Mark

প্রসঙ্গত, বুধবারই করোনায় প্রায় ৮ হাজার দৈনিক সংক্রমণ নথিভুক্ত হয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই দৈনিক সংক্রমণ ১০ হাজারের গন্ডি পেরিয়ে গেল। 

6/6

দেশে উদ্বেগজনক করোনার সংক্রমণ!

Covid in India crosses 10000 Mark

উল্লেখ্য, সারা দেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত মহারাষ্ট্রে। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। নতুন করে  আক্রান্ত হয়েছেন আরও প্রায় ১২০০ জন।