৩১ মার্চের মধ্যে এই দুটি কাজ করতেই হবে এসবিআই গ্রাহকদের

Mar 30, 2018, 18:54 PM IST
1/6

sbi 1st april

আপনি কি এসবিআই বা এসবিআইয়ের অধীনস্থ ব্যাঙ্কের গ্রাহক? তাহলে ১ এপ্রিলের আগেই সেরে ফেলতে হবে দুটি গুরুত্বপূর্ণ কাজ।

আপনি কি এসবিআই বা এসবিআইয়ের অধীনস্থ ব্যাঙ্কের গ্রাহক? তাহলে ১ এপ্রিলের আগেই সেরে ফেলতে হবে দুটি গুরুত্বপূর্ণ কাজ। 

2/6

sbi tommorow

আগামিকাল অর্থাত্ শনিবার মার্চের শেষ দিন। হাতে একটা দিন।

আগামিকাল অর্থাত্ শনিবার মার্চের শেষ দিন। হাতে একটা দিন। 

3/6

sbi work

চলতি অর্থবর্ষে আর একদিনই খোলা থাকবে ব্যাঙ্ক। আর সেদিন দরকারি এই কাজগুলো সারতে না পারলে কিন্তু পরে হয়রানির মুখে পড়তে হতে পারে আপনাকে।

চলতি অর্থবর্ষে আর একদিনই খোলা থাকবে ব্যাঙ্ক। আর সেদিন দরকারি এই কাজগুলো সারতে না পারলে কিন্তু পরে হয়রানির মুখে পড়তে হতে পারে আপনাকে। 

4/6

sbi asso

টুইটারে এসবিআই ঘোষণা করেছে, 'ভারতীয় মহিলা ব্যাঙ্ক ও এসবিআই-এর অধীনস্থ ব্যাঙ্কগুলির গ্রাহকদের ৩১ মার্চের মধ্যে চেকবুকের আবেদন দিতে হবে। ৩১ মার্চের পর পুরনো চেক বুক বৈধ নয়।'

টুইটারে এসবিআই ঘোষণা করেছে, 'ভারতীয় মহিলা ব্যাঙ্ক ও এসবিআই-এর অধীনস্থ ব্যাঙ্কগুলির গ্রাহকদের ৩১ মার্চের মধ্যে চেকবুকের আবেদন দিতে হবে। ৩১ মার্চের পর পুরনো চেক বুক বৈধ নয়।'

5/6

sbi associates

ভারতীয় মহিলা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অব হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অব মাইসোর, স্টেট ব্যাঙ্ক অব পাটিয়ালা ও স্টেট ব্যাঙ্ক অব   ত্রিবাঙ্কুরের গ্রাহকদের নতুন চেকবুকের আবেদন করতে হবে।

ভারতীয় মহিলা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অব হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অব মাইসোর, স্টেট ব্যাঙ্ক অব পাটিয়ালা ও স্টেট ব্যাঙ্ক অব   ত্রিবাঙ্কুরের গ্রাহকদের নতুন চেকবুকের আবেদন করতে হবে। 

6/6

31 march state bank

আরও একটা বড় ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক। ৩১ মার্চের মধ্যে গৃহঋণের আবেদন করলে প্রসেসিং ফি মকুব করবে ব্যাঙ্ক।

আরও একটা বড় ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক। ৩১ মার্চের মধ্যে গৃহঋণের আবেদন করলে প্রসেসিং ফি মকুব করবে ব্যাঙ্ক।