পুজো উদ্বোধনে আঁকলেন, মোবাইল ক্যামেরায় ছবিও তুললেন মুখ্যমন্ত্রী

Oct 16, 2020, 23:14 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার একাধিক পুজোমণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের মতোই এ দিন ছবিও আঁকলেন। আবার মোবাইল ক্যামেরায় ছবি তুললেনও।  

2/6

শুক্রবার অজেয় সংহতির পুজোয় ক্যানভাসে রং দিয়ে ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

3/6

এরপর ৪১ পল্লীর উদ্বোধন করেন। তারপর গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সঙ্ঘের পুজোতেও যান মমতা।  

4/6

শুধু ছবি আঁকাই নয়, এদিন মণ্ডপসজ্জা ক্যামেরাবন্দি করেছেন মোবাইলে। 

5/6

কোভিড বিধি মেনেই রাজ্যে পুজো করার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

6/6

ঘোষণা করেছেন, ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের।