ইসলামি রীতির বিরুদ্ধে পোশাক, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের

Dec 02, 2018, 17:27 PM IST
1/5

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে অশ্লীল পোশাক পরার অভিযোগে বিচার চলছে অভিনেত্রীর বিরুদ্ধে। ইজিপ্টের অভিনেত্রীর বিরুদ্ধে এহেন মামলার খবর করেছে দেশের সরকারি অনলাইন সংবাদপত্র আল-আহরাম। 

2/5

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে অশালীন পোশাক পরার অভিযোগ উঠেছে রানিয়া ইউসুফের বিরুদ্ধে। জানুয়ারিতে শুনানি হবে ইজিপ্টের আদালতে। তাঁর বিরুদ্ধে ইসলামি রীতি অবমাননার অভিযোগ উঠেছে। বলে রাখি, ইজিপ্ট একটি ইসলামিক দেশ।    

3/5

বৃহস্পতিবার ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠানে কালো পোশাকে হাজির হয়েছিলেন রানিয়া। 

4/5

রানিয়ার পোশাক নিয়ে ইজিপ্টে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। বহু মানুষ তাঁর পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের মতে, ৪৪ বছরের অভিনেত্রী কেমন পোশাক পরবেন, সেটা অন্যরা ঠিক করে দিতে পারে না। 

5/5

অনেকে আবার বলছেন, এই ধরনের পোশাক আরও কাজ পাইয়ে দিতে পারে অভিনেত্রীকে। কাজ পাওয়ার জন্যই শরীর দেখিয়েছেন তিনি। কারও আবার দাবি, রানিয়ার পোশাক ইসলামি রীতির বিরুদ্ধে।