এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

Jul 31, 2018, 11:23 AM IST
1/8

8

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

#  বুধবার বার্মিংহামের এজবাস্টনে নিজেদের ১০০০তম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রিটিশরা৷

2/8

7

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

# মাইলস্টোন ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত৷

3/8

6

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

# ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডই প্রথম দেশ যারা ছেলেদের ক্রিকেটে ১০০০তম টেস্ট ম্যাচ খেলার নজির গড়তে চলেছে৷

4/8

5

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

# ১৮৭৭ সালে প্রথমবার টেস্ট ম্যাচ খেলেছিল ব্রিটিশরা৷ মেলবার্নে ১৫ থেকে ১৯ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ড৷ যদিও সেই ম্যাচটি ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া৷

5/8

4

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

# ১৮৭৭ সালের পর এখন পর্যন্ত ৩৫৭টি টেস্ট জিতেছে ইংল্যান্ড৷ হেরেছে ২৯৭ টি টেস্ট আর ড্র করেছে ৩৪৫টি ম্যাচ৷  

6/8

3

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

# দেশের মাঠে জয়ের বিচারে ভারতের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে ইংল্যান্ড৷পরিংসখ্যান বলছে, ইংল্যান্ড সফরের ৫৭ টি টেস্টে ভারত জিতেছে মাত্র ৬টি ম্যাচ৷ ড্র করেছে ২১টি টেস্ট আর ইংল্যান্ড জিতেছে ৩০ ম্যাচ৷

7/8

2

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

# সবমিলিয়ে টেস্টে ভারত ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ১১৭ বার৷ যার মধ্যে ৪৩টি ম্যাচ জিতেছে ব্রিটিশরা৷ ভারত জিতেছে ২৫টি টেস্ট ম্যাচ৷ আর ড্র হয়েছে ৪৯টি ম্যাচ৷

8/8

1

এজবাস্টনে ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি ইংল্যান্ড

# কোহলিদের বিরুদ্ধে ১০০০ তম টেস্ট ম্যাচে নামার আগে ইংল্যান্ডকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি৷