আগামী তিন মাস হাতে বেশি বেতন পাবেন বেসরকারি কর্মচারীরা!

| May 13, 2020, 20:32 PM IST
1/5

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

লকডাউনের ফলে মধ্যবিত্তের হাতে নগদের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। তবে পরবর্তী তিন মাস কিছুটা নিশ্চিন্ত হতে পারেন বেসরকারি সংস্থায় কর্মরত হাজার হাজার মানুষ। কারণ, পরবর্তী তিন মাস ‘টেক হোম’ বেতনের পরিমাণ কিছুটা হলেও বাড়বে বেসরকারি সংস্থার কর্মীদের! কী ভাবে সম্ভব জেনে নিন...

2/5

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী, পরবর্তী তিন মাস বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের থেকে প্রভিডেন্ট ফান্ড বাবদ টাকা কিছুটা কম কাটা হবে। ফলে হাতে যে পরিমাণ বেতন পান বেসরকারি সংস্থার কর্মীরা, আগামী তিন মাস তার চেয়ে একটু বেশি টাকা হাতে পাবেন।

3/5

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা করেন, দেশের বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে ইপিএফ বাবদ ১২ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করে কাটা হবে। এর ফলে সরকারের পক্ষ থেকে ১০ শতাংশ আর সংস্থাগুলিকে ১০ শতাংশ অর্থ দিতে হবে। ফলে হাতে নগদের জোগান বেশি থাকবে। এই ঘোষণা বাস্তবায়িত হলে দেশের সাড়ে ছয় লক্ষ সংস্থায় কর্মরত ৪.৩ কোটি মানুষ উপকৃত হবেন। 

4/5

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

সরকারি ক্ষেত্রে ১২ শতাংশই পিএফ কাটা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইপিএফ-এর মতোই এই তিন মাস কম কাটা হবে টিডিএসও। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী, এই তিন মাস টিডিএস ২৫ শতাংশ কম কাটা হবে। ফলে এ ক্ষেত্রেও মধ্যবিত্তের হাতে নগদের জোগান ককিছুটা হলেও বেশি থাকবে।

5/5

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

আগামী তিন মাস ‘টেক হোম’ বেশি পাবেন

কিন্তু এই সিদ্ধান্তে হাতে সাময়িক ভাবে নগদের জোগান সামান্য বাড়লেও মধ্যবিত্তের ভিষ্যতের সঞ্চয় আর আর্থিক নিরাপত্তায় কিছুটা টান পড়তে চলেছে বলেই মত অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের। কারণ, এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্তের সঞ্চয়ে আগামী তিন মাস মোট ৪ শতাংশ ঘাটতি হতে চলেছে।