সাবধান! এই ছাগলেরা আপনাকে ‘এপ্রিল ফুল’ বানাতে পারে

Mar 23, 2018, 17:15 PM IST
1/9

Goat_1

Goat_1

জোরে হাঁক দিন কিংবা তেড়ে যান এখানকার ছাগলেরা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। এ ব্যাপারে বেশ কাণ্ডজ্ঞান রয়েছে এই ছাগলেদের।

2/9

Goat_2

Goat_2

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেটের এক প্রজাতির ছাগল দেখা যায় যাদের একটু তাড়া দিলেই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। 

3/9

Goat_3

Goat_3

কয়েক সেকেন্ডের জন্য এমন ‘ভান’ করবে যে এই যেন তাদের হার্টঅ্যাটাক হল। আপনি যদি এই ঘটনার প্রথম অভিজ্ঞতার সম্মুখীন হন, তা হলে তো ভাববেন আপনিই ওই ছাগলকে হত্যা করেছেন।

4/9

Goat_4

Goat_4

কয়েক সেকেন্ডের জন্য আপনাকে ‘এপ্রিল ফুল’ বানিয়ে আবার ছুট লাগাবে তারা। কিন্তু কেন এমন করে তারা?

5/9

Goat_5

Goat_5

বিশেষজ্ঞরা জানাচ্ছেন পেশির ডিসঅর্ডার (মায়োটনিয়া) কারণে টেনিসির ছাগলেরা এমন কাণ্ড করে। এরা মায়োটনিয়া ছাগল বা ফেইন্টিং ছাগল নামে পরিচিত।

6/9

Goat_6

Goat_6

১৮৮০ সালে টেনিসিতে এই প্রজাতির ছাগল প্রথম দেখা যায়। জন টিনসলে নামে এক কৃষক এই ধরনের চারটি ছাগল এখানে নিয়ে আসেন বলে জানা যায়। 

7/9

Goat_7

Goat_7

পরবর্তীকালে টিনসলে এই ছাগল তার এক কর্মচারিকে বিক্রি করে দেন। কিন্তু টিনসলে কোথা থেকে এই ছাগল এনেছিলেন এ সম্বন্ধে কোনও তথ্য পাওয়া যায়নি।

8/9

Goat_8

Goat_8

অনেকে মনে করেন তিনি কানাডা থেকে এই ছাগল নিয়ে এসেছিলেন। যদিও এই তথ্যে কতটা সত্যতা রয়েছে তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান।

9/9

Goat_9

Goat_9

এই ছাগল কেমন করে মরার ‘ভান’ করে ইউটিউবে সার্চ করলেই একাধিক ভিডিও দেখতে পাবেন। যেমন মজার তেমন অবাকও করে এই ছাগলেরা।