Bollywood Marriage: নাইটি আর রবারের চপ্পল পরে বিয়েতে হাজির ফারহা, দেখে অবাক বর-কনে

Nov 21, 2021, 18:29 PM IST
1/7

বিয়ের মরসুম

Bollywood Marriage

নিজস্ব প্রতিবেদন: বলিউডে এখন বিয়ের মরসুম। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়লেন রাজকুমার রাও ও পত্রলেখা পাল। তাঁদের বিয়েতে হাজির হয়েছিলেন তাঁদের দীর্ঘদিনের বন্ধু ফারহা খান। 

2/7

কী কান্ড!

Pajama Party

তিনদিনব্যপী এই বিয়েতে একদিন ছিল পাজামা পার্টি। সেই পার্টিতেই নাইটি ও রবারের চপ্পল পরে হাজির ফারহা। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ফারহা লিখেছেন, এটাই একমাত্র বিয়েবাড়ি যেখানে আমি নাইটি আর রবারের চপ্পল পরতে পারি। 

3/7

বর-কনে

Groom-Bride

পাজামা পার্টিতে বর কনে অর্থাৎ রাজকুমার ও পত্রলেখা দুজনেই পরেছিলেন কালো পাজামা, সঙ্গে রাজকুমার বেছেছিলেন নীল শার্ট ও পত্রলেখা পরেছিলেন ব্ল্যাক ও গোল্ডেন স্ট্রাইপড ক্যাজুয়াল শার্ট। 

4/7

বন্ধুদের সঙ্গে

With Friends

সেই পার্টিতে দেখা গেল মহম্মদ জিশান আয়ুবকে। রাজ ও পত্রর বিয়েতে জমিয়ে আনন্দ করতে দেখা যায় তাঁকে। 

5/7

পরিবারের সঙ্গে

With Family

সেই পাজামা পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পত্রলেখার বোন। 

6/7

প্রাণে খুশির তুফান

Happy Faces

শনিবারই বিয়ের কয়েকটি বিশেষ ছবি শেয়ার করেছেন রাজকুমার। 

7/7

বিয়ের সাজে

Happy Marriage

হাসিখুশি সেই ছবি দেখে আনন্দিত রাজ ও পত্রলেখার বন্ধুরা।