জেনে নিন, কল্পনার প্রেমিক থেকে বাস্তব স্বামী সম্পর্কে, মহিলারা যা চান

Sep 10, 2021, 19:58 PM IST
1/6

সব সময় যে কল্পনার মানুষটির সঙ্গে বাস্তবের মিল হবে এমন কিন্তু মোটেই নয়

পছন্দের জীবনসঙ্গী কেমন হবেন এই নিয়ে সকলের  মধ্যেই ছোট থেকে অনেক রকম কল্পনা থাকে। সব সময় যে কল্পনার মানুষটির সঙ্গে বাস্তবের মিল হবে এমন কিন্তু মোটেই নয়। তবে শুধু কল্পনা করলেই হবে না, বাস্তবে কয়েকটি জিনি, মাথায় রাখতে হবে। 

2/6

বনিবনা না হলেও জোর করে সেই সম্পর্কে থাকতে হবে এমন কোনও কথা নেই

যাঁর সঙ্গে সারাজীবন কাটানোর পরিকল্পনা করছেন তাঁর মধ্যে কিছু গুণ অবশ্যই দেখে নেবেন।  বনিবনা না হলেও জোর করে সেই সম্পর্কে থাকতে হবে এমন কোনও কথা নেই। তাই দেখে নিন প্রেমিক বা স্বামীর মধ্যে যে সব গুণ অবশ্যই দেখে নেবেন-  

3/6

নিজেদের মধ্যে আলোচনার পরই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন

দীর্ঘদিন একটা সম্পর্কে থাকার কারণে যদি আপনার পরিবার-বন্ধুবান্ধব  সন্তান নেওয়ার কথা বলেন তাহলে প্রভাবিত হবেন না, নিজেদের মধ্যে আলোচনার পরই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।

4/6

সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস

সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস আর বিশ্বাসের স্তম্ভ হল সততা। তাই অবশ্যই নিজেদের মধ্যে সততা বজায় রাখুন। কথায় কথায় মিথ্যে বলা কিংবা সঙ্গীকে ঠকানো ভালো অভ্যাস নয়।  প্রাথমিক ভাবে সততা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

5/6

মানসিকতায় মিল হলে তবেই সম্পর্ক সুখের হবে

 একে অন্যের কাজকে সম্মান করুনসেই সঙ্গে যে কোনও সিদ্ধান্ত কিন্তু দুজনে মিলে নিন। একে অন্যের কথা মন দিয়ে শুনুন। দুজনকেই তাঁর উপযুক্ত সম্মান দিতে হবে। এই মানসিকতা সকলের মধ্যেই থাকা প্রয়োজন। অর্থ, সম্মান সব থাকলেও মাসিকতায় মিল না থাকলে কিন্তু কোনও ভাবেই একসঙ্গে থাকা যায় না। দুজনে মিলেমিশে একসঙ্গে থাকতে চাইলে কিন্তু মানসিকতায়ও মিল থাকা প্রয়োজন, মানসিকতায় মিল হলে তবেই সম্পর্ক সুখের হবে।

6/6

নিজেদের মধ্যে এমন বিষয়ে আলোচনা করুন যা নিয়ে দুজনেরই আগ্রহ রয়েছে

 স্বামী-স্ত্রী সব সময় যে একই পেশার হবেন এমন নাও হতে পারে। কিন্তু তা যেন, দুজনের মধ্যেকার বোঝাপড়া, কথাবার্তায় তার প্রভাব  না পড়ে। নিজেদের মধ্যে এমন বিষয়ে আলোচনা করুন যা নিয়ে দুজনেরই আগ্রহ রয়েছে।