PHOTOS: বছর ৩০ পর, ভারী গাড়ির স্টিয়ারিংয়ে Firhad, বাস চালালেন মন্ত্রী

Aug 09, 2021, 14:26 PM IST
1/6

Firhad Hakim: ফিরহাদ হাকিম

Firhad Hakim: ফিরহাদ হাকিম

পকেট মানি জোগাড়ের জন্য কলেজ জীবনে লরি চালাতেন। আজ তিরিশ বছর পর ফের ভারী গাড়ির স্টিয়ারিং ধরলেন ফিরহাদ হাকিম।

2/6

Firhad on steering: স্টিয়ারিং ধরলেন ফিরহাদ

Firhad on steering: স্টিয়ারিং ধরলেন ফিরহাদ

বাস চালালেন পরিবহন মন্ত্রী। কসবা পরিবহন ভবন থেকে বেরিয়ে রুবি মোড় থেকে বাস ঘুরিয়ে নিজেই কসবা পরিবহন ভবনে ফিরিয়ে আনলেন সিএনজি বাস।

3/6

CNG bus: সিএনজি বাস

CNG bus:  সিএনজি বাস

উদ্বোধন হল সরকারের পরিবহন দপ্তরের প্রথম সিএনজি বাসের। পরীক্ষামূলক ভাবে রাস্তায় ২ মাস চলবে এই দুটি সিএনজি বাস। পরীক্ষা সফল হলে ৭০০ সরকারি বাসকে কয়েক মাসের মধ্যেই সিএনজি বাসে পাল্টে ফেলা হবে।

4/6

westbengal transport: পশ্চিমবঙ্গের পরিবহণ

westbengal transport: পশ্চিমবঙ্গের পরিবহণ

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে রাস্তায় নামানো হচ্ছে জ্বালানিতে চলা দুটি বাস। আজ এই বাস দুটির উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

5/6

WBTC- ডব্লুউবিটিসি

WBTC- ডব্লুউবিটিসি

WBTC-র পরিত্যক্ত দুটি বাসকে পরীক্ষামূলক ভাবে সিএনজি জ্বালানিতে চালানো হচ্ছে। নির্মাতাদের দাবি, এর ফলে কমবে টিকিটের দাম।

6/6

bus: বাস

bus: বাস

ডিজেলে চলা বাসের এক কিলোমিটার যেতে জ্বালানি খরচ ৩৬ টাকা। সিএনজিতে চলা বাসের ক্ষেত্রে তা ১৩ টাকা। তার সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ হবে।