Jagannath Temple in London: ব্রিটেনের মাটিতে প্রথম... 'পুরী'র জগন্নাথ মন্দির এবার লন্ডনেও!

Apr 26, 2023, 11:53 AM IST
1/6

লন্ডনেও জগন্নাথ মন্দির!

Jagannath Temple in London

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের মাটিতে প্রথম জগন্নাথের মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবার জগন্নাথের মন্দির তৈরি হবে লন্ডনে।

2/6

লন্ডনেও জগন্নাথ মন্দির!

Jagannath Temple in London

লন্ডনে জগন্নাথের মন্দির তৈরি করবেন প্রবাসী ওড়িয়ারাই। ২৫০ কোটি  টাকা ব্য়য়ে তৈরি হবে এই জগন্নাথের মন্দির। 

3/6

লন্ডনেও জগন্নাথ মন্দির!

Jagannath Temple in London

মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই ২৫০ কোটি টাকা আর্থিক অনুদানের কথা জানিয়েছেন ওড়িশার শিল্পপতি বিশ্বনাথ পট্টনায়েক।  

4/6

লন্ডনেও জগন্নাথ মন্দির!

Jagannath Temple in London

বিদেশের মাটিতে কোনও মন্দির নির্মাণে এই বিপুল পরিমাণ অনুদান ইতিহাসে এই প্রথম। আশায় বুক বাঁধছেন তাই প্রবাসীরা।

5/6

লন্ডনেও জগন্নাথ মন্দির!

Jagannath Temple in London

২০২৪ সালের শেষের মধ্যে তৈরি হয়ে যাবে লন্ডরে পুরীর আদলে জগন্নাথের মন্দির। ইতিমধ্যেই ১৫ একর জমি চিহ্নিত করা হয়ে গিয়েছে। 

6/6

লন্ডনেও জগন্নাথ মন্দির!

Jagannath Temple in London

মন্দির নির্মাণের অনুমতি নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার পরিষদে একটি আবেদনও জমা দেওয়া হয়েছে। এবার জমি কেনার পালা।