ভারতে প্রথম, রেলস্টেশনই পাঁচতারা হোটেল, নীচ দিয়ে যাবে ট্রেন

Dec 14, 2018, 23:10 PM IST
1/6

রেলস্টেশনের উপরে পাঁচতারা হোটেল! তাও ভারতে? চমকে যাবেন না, এমনই পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল।   

2/6

গুজরাটের গান্ধীনগরই হতে চলেছে দেশের প্রথম রেলস্টেশন, যার উপরেই হতে চলেছে পাঁচতারা হোটেল। 

3/6

২০১৭ সালে ভূমি পূজন করে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালের প্রথম দিকে অর্থাত্ লোকসভার আগেই পাঁচতারা হোটেলের উদ্বোধন করবেন নমো।

4/6

শুধু পাঁচতারা হোটেল নয়, যাত্রীদের বসার জন্য ৬০০০ আসন। মডিউলার শৌচালয়, কিয়স্ক, বুক স্টলও থাকছে গান্ধীনগর স্টেশনে। 

5/6

এতটা পড়েই চমকে গেলেন, বিদেশের মতো স্টেশনে থাকবে মাল্টিপ্লেক্স, বিপণী বিতান অর্থাত্ শপিংমল। শপার্স স্টপ ও বিগ বাজারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে রেল। 

6/6

৬৫ মিটার উঁচু এই পাঁচতারা হোটেলই হতে চলেছে গান্ধীনগরের সর্বোচ্চ বহুতল। ২১,০০০ বর্গ ফুট জুড়ে থাকছে হোটেল। তার মধ্যে ২৯০০ বর্গ ফুটে থাকবে অফিস। সুইমিংপুলও রয়েছে হোটেলে।