Fuel Price Hike: জ্বালানীতে অলক্ষ্মীর ছায়া! ফের পেট্রলের দামবৃদ্ধি, কলকাতায় সেঞ্চুরি থেকে কিছু দূরে ডিজেল

কলকাতায় কত দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল? জানুন।

Oct 20, 2021, 10:29 AM IST
1/6

মহার্ঘ জ্বালানী

Fuel Price Hike

নিজস্ব প্রতিবেদন: সহায় হলেন না মা লক্ষ্মী। মধ্যবিত্তের চিত্তা বাড়িয়ে মহার্ঘ জ্বালানী (Fuel Price Hike)। বুধবার ফের পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দামবৃদ্ধি। কলকাতায় পেট্রলের দাম বাড়ল লিটারে ৩৪ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটারে ৩৫ পয়সা। একশো ছুঁইছুঁই ডিজেল।

2/6

দিল্লি

Fuel Price Hike Kolkata Delhi

রাজধানী দিল্লিতে পেট্রলের (Petrol) দাম ১০৬.১৯ টাকা এবং ডিজেল (Diesel) ৯৪.৯২ টাকা। 

3/6

মুম্বই

Fuel Price Hike Kolkata Mumbai

বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রল (Petrol) ১১২.১১ টাকা/লিটার এবং ডিজেল (Diesel) ১০২.৮৯ টাকা/লিটার। 

4/6

চেন্নাই

Fuel Price Hike Kolkata Chennai

চেন্নাইতে পেট্রল (Petrol) লিটার প্রতি ১০৩.৩১ টাকা এবং ডিজেল (Diesel) ৯৯.২৬ টাকা।

5/6

কলকাতা

Fuel Price Hike Kolkata

কোজাগরী লক্ষ্মী পুজোর (Kojagari Lakshmi Puja 2021) দিনই জ্বালানীর দামে খারাপ খবর। ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের (Petrol) দাম ১০৬.৭৭ টাকা/লিটার। অন্যদিকে ৩৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের (Diesel) দাম ৯৮.০৩ টাকা/লিটার । সেঞ্চুরি থেকে ডিজেল (Diesel) আর মাত্র ১.৯৭ টাকা দূরে।

6/6

নড়েচড়ে বসেছে কেন্দ্র

Globally oil prices climbed

ক্রমাগত জ্বালানীর দামবৃদ্ধিতে (Fuel Price Hike) নড়েচড়ে বসেছে কেন্দ্রও। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়ায় যেভাবে ভারতে জ্বালানীর দাম বাড়ছে তাতে চিন্তিত নয়াদিল্লি। সূত্রের খবর, ইতিমধ্য়ে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি এবং রাশিয়ার সঙ্গে কথা বলেছেন কেন্দ্রের আধিকারিকরা।