Fuel Price Hike: উৎসবের মরসুমে জ্বালানির দামে ছ্যাঁকা! মুম্বইয়ে একশো ছাড়াল ডিজেল, কলকাতায় কত?

শনিবার কলকাতায় ২৯ পয়সা বাড়ল পেট্রলের দাম।

Oct 09, 2021, 10:16 AM IST
1/6

নাজেহাল মধ্যবিত্ত

Fuel

নিজস্ব প্রতিবেদন: নবরাত্রি, দুর্গাপুজো। এরপর কালীপুজো, দীপাবলি। বছর শেষে ক্রিসমাস। উৎসবের মরসুমে জ্বালানির দামে ছ্যাঁকা। নাজেহাল মধ্যবিত্ত। 

2/6

জ্বালানির দাম বৃদ্ধি

Fuel Price

এই নিয়ে পরপর পাঁচদিন বাড়ল পেট্রল (Petrol) এবং ডিজেলের (Diesel) দাম। শনিবার কলকাতা ২৯ পয়সা বাড়ল পেট্রলের দাম। ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম। 

3/6

দিল্লি

Delhi

শনিবার দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩.৮৪ টাকা এবং ডিজেলের দাম ৯২.৪৭ টাকা/লিটার  

4/6

মুম্বই

Mumbai

মুম্বইতে ২৯ পয়সা বেড়ে পেট্রলের দাম ১০৯.৮৩/লিটার। বাণিজ্য নগরীতে ৩৭ পয়সা বেড়ে ১০০ টাকা ছাড়াল ডিজেলের দাম। সেখানে ডিজেল লিটার প্রতি ১০০.২৯ টাকা।

5/6

চেন্নাই

Chennai

চেন্নাইতে ২৬ পয়সা বেড়ে পেট্রলের দাম ১০১.২৭ টাকা এবং ৩৩ পয়সা বেড়ে ডিজেল দাম ৯৬.৯৩/লিটার

6/6

কলকাতা

Kolkata

শনিবার কলকাতায় পেট্রলের দাম ১০৪ টাকা ৫২ পয়সা। শুক্রবার যা ছিল ১০৪ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৫৮ পয়সা । গতকাল ছিল ৯৫ টাকা ২৩ পয়সা।