Gold Price Today: সুখবর! উৎসবের মুখে স্বস্তি, বুধবার শহরে আরও কমল সোনার দাম

সোনায় বিনিয়োগ করবেন? তার আগে জেনে নিন দাম

Sep 29, 2021, 14:23 PM IST

 মঙ্গলবারের পর আজ ফের কিছুটা সস্তা হল সোনা (Gold Cheaper)। উৎসবের মরসুমে যা সত্যিই সুখবর। কলকাতাসহ দেশের অন্যান্য শহরে বুধবার কত হল দাম?

1/8

বুধবার ফের দাম কমল সোনার

Gold Price drops again

নিজস্ব প্রতিবেদন: Gold Price Today মঙ্গলবারের পর আজ ফের কিছুটা সস্তা হল সোনা (Gold Cheaper)। উৎসবের মরসুমে যা সত্যিই সুখবর। এমসিএক্স সূচকে (Multi Commodity Exchange) সোনার দামে যদিও উর্ধমুখী ট্রেন্ড রয়েছে। বুধবার কত হল দাম? কলকাতাসহ দেশের অন্যান্য শহরে সোনার দাম জেনে নিন।

2/8

MCX Index এ দাম বাড়ল

Gold Price on MCX Index

বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ভারতে গোল্ড ফিউচারের (Gold Future) ট্রেড ০.০৪ শতাংশ অর্থাৎ প্রায় ১৭ টাকা বেড়েছে। এমসিএক্স ওয়েবসাইট অনুযায়ী, এমসিএক্স সূচকে সোনার দর প্রতি দশ গ্রামে ৪৫ হাজার ৮৭০ টাকা। গতকাল যা ছিল ৪৫ হাজার ৮৫৩ টাকা।

3/8

দেশে সোনার দাম কমেছে

Gold Price in India

যদিও সার্বিকভাবে দেশে সোনার দামে পতন লক্ষণীয়। মঙ্গলবারের তুলনায় ১০ টাকা করে দাম কমল। বুধবার গোটা দেশে গড়ে ২৪ ক্য়ারাট সোনার দর প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ৩০ টাকা। ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫ হাজার ৩০ টাকা।

4/8

কলকাতায় কত সোনার দাম

Gold Price in Kolkata

বুধবার কলকাতাতে (Gold Price in Kolkata) অবশ্য কিছুটা দাম কমেছে সোনার। এদিন শহরে ২২ ক্য়ারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৪ হাজার ৪০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ৫০ টাকা কমেছে দাম।  হলমার্কযুক্ত ২২ ক্যারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ৫০ টাকা। মঙ্গলবারের তুলনায় ১০০ টাকা কমেছে দাম। কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রতি দশ গ্রামে ৪৬ হাজার ৮০০ টাকা। ৫০ টাকা দাম কমেছে গতকালের তুলনায়।

5/8

দেশের বিভিন্ন শহরে সোনার দাম

Gold Price in metro Cities

একনজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন বড় শহরে (Gold Price in Cities) ১০ গ্রাম সোনার দাম। চেন্নাাইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ৫০০ টাকা। ২৪ ক্যারাটে ৪৭ হাজার ৪৬০ টাকা। মুম্বইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ৩০ টাকা ও ২৪ ক্যারাটে ৪৬ হাজার ৩০ টাকা।

6/8

দেশের অন্যান্য শহরে দাম

Gold Price in Cities

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ৩৪০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ৪৯ হাজার ৪৭০ টাকা। বেঙ্গালুরু ও হায়দ্রাবাদেও ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ২০০ টাকা ও ২৪ ক্য়ারাটের দাম ৪৭ হাজার ১৩০ টাকা। 

7/8

কলকাতায় রুপোর দামও কমেছে

Silver Price drops

দাম কমেছে রুপো ও প্ল্য়াটিনামেরও। মঙ্গলবার  ৩০০ টাকা বেড়েছিল দাম। তবে বুধবার প্রতি কেজি রুপোর বাটে ২০০ টাকা কমল দাম। কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৬০ হাজার ৪০০ টাকা। খুচরো রুপোর দাম ৬০ হাজার ৫০০ টাকা।

8/8

সোনার দামে হেরফের

Gold Price varies

সাধারণত সোনা আমদানি, পোতাশ্রয়ের সুবিধা, পরিবহন খরচ, শুল্ক ইত্যাদির উপর নির্ভর করে বিভিন্ন শহরে সোনার দামে হেরফের হয়। প্রসঙ্গত, গত বছর অগাস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। বর্তমানে রেকর্ড দামের থেকে ১০,০০০ টাকা কম রয়েছে সোনার দাম।