নেতাজির তেরঙা উত্তোলনের ৭৫ বছর উপলক্ষে কয়েন আনছে মোদী সরকার

Nov 14, 2018, 17:28 PM IST
1/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_10

ভারতীয় মুদ্রায় এবার ঠাঁই পেতে চলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 

2/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_9

দেশের স্বাধীনতার আগে পোর্টব্লেয়ারে প্রথম তেরঙা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তার ৭৫ বছর উপলক্ষে ৭৫ টাকার বিশেষ কয়েন আনতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 

3/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_8

১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে তেরঙা উত্তোলন করেছিলেন নেতাজি। ভারতীয়দের স্মৃতি থেকে মুছে গিয়েছে ওই দিনটি। 

4/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_7

ওই দিনটি স্মরণীয় করে তুলতে চাইছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, পোর্টব্লেয়ারে ৩০ ডিসেম্বর পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

5/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_6

জানা গিয়েছে, নিজের হাতে ৭৫ টাকার কয়েনের উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র্ মোদী। 

6/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_5

অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নেতাজির তেরঙা উত্তোলনের ৭৫ বছর উপলক্ষে টাঁকশাল থেকে ৭৫ টাকার কয়েন প্রকাশিত হবে। 

7/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_4

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, নতুন কয়েনটির ৫০ শতাংশ রূপো, ৪০ শতাংশ তামা ও ৫ শতাংশ করে নিকেল ও জিঙ্ক। কয়েনের ওজন ৩৫ গ্রাম। 

8/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_3

কয়েনে চিত্রায়িত থাকবে, পোর্টব্লেয়ার সেলুলার জেলের প্রেক্ষাপটে তেরঙাকে স্যালুট করছেন নেতাজি।

9/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_2

দেবনাগরী ও ইংরেজিতে লেখা থাকবে, প্রথম পতাকা উত্তোলন দিবস।

10/10

৭৫ টাকার কয়েনে নেতাজি

coin_1

গত ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকার গঠন উপলক্ষে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন মোদী। স্বাধীনতা পর এই প্রথম ১৫ অগস্ট ছাড়া লালকেল্লায় পতাকা তুললেন দেশের প্রধানমন্ত্রী।