জন্মদিনে সেলিনা, ৩ সন্তানকে নিয়ে বর্তমানে এভাবেই কাটছে অভিনেত্রীর

Nov 24, 2018, 20:01 PM IST
1/8

২০০১ সালে মিস ইন্ডিয়ার খেতাব ও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৪নম্বর রানার্স আপ হয়ে আলোচনায় উঠে এসেছিলেন। 

2/8

নো এন্ট্রি, খেল, হে বেবি সহ একাধিক বলিউড ছবিতেও অভিনয় করেছেন সেলিনা। আজ তিনি তাঁর ৩৭ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন।

3/8

২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা। 

4/8

সেলিনাকে শেষবার দেখা গিয়েছিল ২০১২ সালে বলিউডের ছবি 'উইল ইউ ম্যারি মি'-তে।

5/8

২০১২ সালে দুই জমজ সন্তান উইনস্টন ও ভিরাজ-এর জন্ম দেন অভিনেত্রী। 

6/8

গতবছর ফের মা হওয়ার খবর জানান অভিনেত্রী। জানান এবারও তিনি জমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। 

7/8

গত বছর ১০ সেপ্টেম্বর দুবাইয়ের এক হাসপাতালে জন্ম হয় সেলিনার দ্বিতীয় দুই জমজ সন্তানের। তবে জন্মের পর হার্টের গুরুতর সমস্যা থাকায় শামসের জেটলি হাগকে বাঁচানো ‌যায়নি বলে জানান সেলিনা।  সুস্থ রয়েছে সেলিনার আরেক সন্তান আর্থার জেটলি হাগ। 

8/8

আপাতত তিন সন্তানকে নিয়েই সুখে সংসার করছেন প্রাক্তন বলিউডের এই অভিনেত্রী।