Harbhajan Singh: হরভজন সিংয়ের দলে ঠাঁই পেলেন না Virat Kohli!

| Nov 07, 2021, 15:03 PM IST
1/12

হরভজন সিং

Harbhajan Singh

নিজস্ব প্রতিবেদন: চলতি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) প্রায় অন্তিম লগ্নে চলে এসেছে। আর কয়েক দিনের মধ্যেই  বাইশ গজ পেয়ে যাবে কুড়ি ওভারের ফর্ম্যাটে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে। এমন সময়ে দাঁড়িয়ে ভারতের স্পিন জাদুকর হরভজন সিং তাঁর সর্বকালের সেরা টি-২০ (T20I) একাদশ বেছে নিলেন। তবে তাঁর বাছাই করা এগারো জনের টিমে ঠাঁই পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। এমএস ধোনির (MS Dhoni) হাতেই নেতৃত্ব ভার তুলে দিলেন হরভজন। তবে ভারত থেকে মাত্র তিনজন ক্রিকেটারই রয়েছেন ভাজ্জির টিমে। ধোনি ছাড়া আছেন রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা। দেখে নেওয়া যাক অভিজ্ঞ ভাজ্জি কাদেরকে রেখেছেন টিমে। 

2/12

রোহিত শর্মা

Rohit Sharma

রোহিত শর্মা

3/12

ক্রিস গেইল

Chris Gayle

ক্রিস গেইল

4/12

জস বাটলার

 Jos Buttler

জস বাটলার

5/12

শেন ওয়াটসন

Shane Watson

শেন ওয়াটসন 

6/12

এবি ডিভিলিয়ার্স

 AB de Villiers

এবি ডিভিলিয়ার্স

7/12

এমএস ধোনি (ক্যাপ্টেন ও উইকেট রক্ষক)

MS Dhoni

এমএস ধোনি (ক্যাপ্টেন ও উইকেট রক্ষক)  

8/12

ডোয়েন ব্র্যাভো

Dwayne Bravo

ডোয়েন ব্র্যাভো

9/12

কায়রন পোলার্ড

Kieron Pollard

কায়রন পোলার্ড

10/12

সুনীল নারিন

 Sunil Narine

সুনীল নারিন

11/12

লাসিথ মালিঙ্গা

Lasith Malinga

লাসিথ মালিঙ্গা

12/12

জসপ্রীত বুমরা

Jasprit Bumrah

জসপ্রীত বুমরা