Valentine's Day: প্রেমিকাকে ফুল দেওয়ার আগে জেনে নিন কেন 'প্রেম দিবস'-এর নাম ভ্যালেন্টাইন্স ডে...

Feb 14, 2024, 10:58 AM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ভ্যালেন্টাইন্স ডে, তবে জানেন যে এই দিন কেন পালন করা হয়, বা কবে থেকে শুরু হয়েছিল এই দিনের উদযাপন। 

2/6

ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি হয়েছিল লুপারক্যালিয়ার রোমান উত্সব থেকে, যা ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হয়েছিল। এটি বসন্তের সূচনার সময় পালিত হয়েছিল। 

3/6

মহিলাদের লটারির মাধ্যমে পুরুষদের সাথে যুক্ত করা হয়েছিল। পোপ গেলাসিয়াস প্রথম এই উৎসবটিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে দিয়ে প্রতিস্থাপন করেছিলেন।

4/6

তারপর থেকে, প্রতিবছরই এই দিনটি প্রেমিক প্রেমিকারা একসঙ্গে কাটান। কোথাও ঘুরতে যাওয়া বা একসঙ্গে সময় কাটানোর থেকে ভালো কিছু নেই এই দিন উদযাপন করার জন্য।

5/6

তবে বহু প্রেমিক-প্রেমিকাই একে ওপরের থেকে দুরে থাকে। তাঁদের জন্য এই দিন উদযাপন করা একটু কঠিন হলেও, প্রযুক্তির সুবিদার্থে এখন দুরে থেকেও এই দিন উদযাপন করা হয়েছে অনেক সহজ।

6/6

প্রিয় মানুষকে উপহার দেওয়া, অল্প হলেও তাঁর সঙ্গে সময় কাটান এই দিন। বিবাহিত দম্পতিরাও নিজেদের সঙ্গীর সঙ্গে কাটান এই দিন। চলতি বছরে একই দিনে পড়েছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-ও, অর্থাৎ সরস্বতী পুজো।