PF Account: এক SMS, Missed Call এই জানতে পারবেন Balance, জানুন পদ্ধতি

Jun 07, 2021, 18:39 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: এবার এক এসএমএসেই (SMS) জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টে (PF Account) থাকা টাকার পরিমাণ (Balance)। গ্রাহকদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই খবর সম্প্রতি ঘোষণা করেছে ইপিএফও (EPFO)। 

2/5

পিএফ অ্যাকাউন্টে (PF Account) কত টাকা রয়েছে তা জানতে পারা যায় চারটি উপায়ে। অনলাইনে ইপিএফওর (EPFO) ওয়েবসাইটে গিয়ে, UMANG অ্যাপের মাধ্যম ছাড়াও এসএমএসের ও মিসড্ কল সার্ভিসের মাধ্যমে জানা যাবে অ্যাকাউন্ট ব্যালেন্স (Balance)।

3/5

UAN পোর্টালে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তবে 7738299899 নম্বরে ‘EPFOHO UAN’ লিখে SMS  করলেই মোবাইলে চলে আসবে ব্যালেন্স। । যে ফোন নম্বরের সঙ্গে পিএফ অ্যাকাউন্টের সংযোগ রয়েছে সেই নম্বর থেকেই মেসেজ করতে হবে।

4/5

এছাড়াও 011-22901406 নম্বরে মিসড্ কল দিয়েও জানতে পারবেন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স। 

5/5

কোভিড পরিস্থিতিতে সম্প্রতি গ্রাহকদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ইপিএফও (EPFO)। জরুরি পরিস্থিতিতে অগ্রিম হিসেবে গ্রাহকদের টাকা তোলার অনুমতি দিয়েছে সংস্থা।