Crocodile: পুকুরপাড়ে আরামে রোদ পোহাচ্ছিল বিশাল কুমির, ঘুম ছুটল পাড়ার

Jul 17, 2023, 20:51 PM IST
1/5

পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দন পুর  গ্রামপঞ্চায়েতের ভুলুগিরির ব্রীজ সংলগ্ন এলাকায় সুতি খাল থেকে একটি কুমির ঢুকে পড়ে লোকালয়ে।  আজ সকালে হঠাৎ করে একটি কুমিরকে লোকালয়ে দেখতে পায় এলাকার মানুষজন।

2/5

স্থানীয় এক বাসিন্দার পুকুরের পাড়ে আরামে রোদ পোহাচ্ছিল কুমিটি। তবে এলাকার মানুষের চিৎকার-চেঁচামেচিতে হঠাৎ করেই পুকুরে নেমে যায় কুমিরটি তড়িঘড়ি খবর দেয়া হয় বনদপ্তরকে।

3/5

সকাল ১২ টা থেকে কুমির ধরার জন্য বনদপ্তরের লোকজন হিমশিম খেতে থাকে।

4/5

তবে শেষ পর্যন্ত যখন বনদপ্তরের আধিকারিকেরা হাল ছেড়ে দিয়ে ফিরে আসছিল ঠিক তখনই কুমিরটি ভেসে ওঠে। বনদপ্তরের বিট অফিসার সনৎকুমার দেবের নেতৃত্বে বনদপ্তরে কর্মীরা জাল নিয়ে নেমে পড়ে পুকুরে আর শেষ পর্যন্ত সফল হয়, ধরা পড়ে কুমির।

5/5

কুমিরটিকে ধরে কুয়েমুড়ি বিট অফিসে লঞ্চে তোলা হয়। সেটিকে ছাড়া হবে গভীর সমুদ্রে।