ICC World Cup 2019: সাকলিন মুস্তাককে টপকে রেকর্ড মিচেল স্টার্কের! নতুন ডাকনাম পেলেন স্টার্ক

| Jun 07, 2019, 20:49 PM IST
1/5

1

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত একা হাতেই গুঁড়িয়ে দিলেন অজি পেসার মিচেল স্টার্ক।

2/5

2

৪৪ রান দিয়ে ৫টি উইকেট নেন স্টার্ক।

3/5

3

একদিনের ক্রিকেটে দ্রুততম ১৫০ উইকেটের মালিক হলেন মিচেল স্টার্ক। ৭৭টি একদিনের ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি।

4/5

4

পাক স্পিনার সাকলিন মুস্তাক ৭৮ ম্যাচে ১৫০ উইকেট নিয়েছিলেন। মুস্তাকের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক।

5/5

5

এই রেকর্ড গড়ার পরেই নাথান লিঁও স্টার্কের ডাক নাম দিয়েছেন FLOAT= Fastest Left-Armer Of All Time