তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রি! এখানে সময়-ও হিম হয়ে যায়

Oct 14, 2018, 18:08 PM IST
1/9

যেখানে হিমের ভয়...

Antarctica_1

অ্যান্টার্কটিকার কনকোর্ডিয়া রিসার্চ স্টেশন। এখানে তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কীভাবে এই গবেষণা কেন্দ্রে সাধনা চালিয়ে যাচ্ছেন সাইপ্রেন ভারসিউক্স-সহ ১২ বিজ্ঞানী? সেটাই বিস্ময় তাই না!

2/9

যেখানে হিমের ভয়...

Antarctica_2

বিজ্ঞানী সাইপ্রেন জানাচ্ছেন, নয় মাস এখানে শীতকাল। সে সময় বাইরে বেরনো দুষ্কর। তাপমাত্রা এতটাই নীচে নেমে যায় ব্যাকটেরিয়াও বাঁচা সম্ভব নয়।

3/9

যেখানে হিমের ভয়...

Antarctica_3

বিস্তৃণ বরফের চাদরে ঢাকা এই এলাকায় অক্সিজেনও কম বলে জানাচ্ছেন সাইপ্রেন। তাঁর কথায়, মাঝে মাঝে মনে হয়ে অন্য গ্রহে বাস করছি আমরা।

4/9

যেখানে হিমের ভয়...

Antarctica_4

শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর সবচেয়ে শীতলতম জায়গা এটি। সাইপ্রেন বলছেন, ফের অগস্টে সূর্যের দেখা মিলবে। এখানে জলীয়বাস্প এতটাই নগন্য, যে অক্সিজেনের অভাব হয়। 

5/9

যেখানে হিমের ভয়...

Antarctica_5

তবে, হঠাত্ কেন এই জায়গায় রিসার্চ সেন্টার তৈরি হল? ২০০৫ সালে তৈরি হয় কনকোর্ডিয়া রিসার্চ স্টেশন। মানুষের অভিযোজন প্রক্রিয়া (শরীরতত্ত্ব) এবং জ্যোর্তিবিদ্যা গবেষণায় আদর্শ জায়গা হল এটি।

6/9

যেখানে হিমের ভয়...

Antarctica_6

বিজ্ঞানী সাইপ্রেন জানাচ্ছেন, অবসর সময় যখন রান্না করেন, এর থেকে দুষ্কর কাজ পৃথিবীতে নেই। কেন? উত্তর দিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

7/9

যেখানে হিমের ভয়...

Antarctica_7

চাউমিন হিমায়িত হয়ে এমনই শক্ত হয়ে গিয়েছে মাধ্যাকর্ষণ বলকে বুড়ো আঙুল দেখিয়ে আটকে রয়েছে চামচ।

8/9

যেখানে হিমের ভয়...

Antarctica_8

স্ট্যাচু বলার আগেই স্থবির হয়ে গিয়েছে সব...সময় যেন থমকে গিয়েছে।

9/9

যেখানে হিমের ভয়...

Antarctica_9

সাইপ্রেন জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তন বিষয়েও উল্লেখযোগ্য গবেষণা করা গিয়েছে।