ছক্কার রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি, ধোনির ডেরায় শক্ত ভিতে ভারত

Oct 19, 2019, 19:06 PM IST
1/5

রোহিতের ছক্কার রেকর্ড

রোহিতের ছক্কার রেকর্ড

প্রক্সি ক্যাপ্টেন এনেও ভাগ্য ফেরাতে পারলেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। রাঁচিতেও টসে হারল দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিং নেনে বিরাট কোহলি। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ফিরে যান মাত্র ১০ রানে। 

2/5

রোহিতের ছক্কার রেকর্ড

রোহিতের ছক্কার রেকর্ড

এদিন অভিষেক হল শাহবাজ নাদিমের। কুলদীপ যাদব চোট পাওয়ায় নাদিমকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। ২৪ ঘণ্টা আগেও তিনি জানতেন না যে দেশের জার্সিতে তাঁর অভিষেক হতে চলেছে। টিম ম্যানেজমেন্ট দুই পেসার ও তিন স্পিনারে খেলার সিদ্ধান্ত নেওয়ায় ভাগ্যের শিঁকে ছেড়ে নাদিমের। 

3/5

রোহিতের ছক্কার রেকর্ড

রোহিতের ছক্কার রেকর্ড

বিশাখাপত্তম টেস্টে দুই ইনিংসে পর পর সেঞ্চুরি (১৭৬ ও ১২৭ রান) করেছিলেন রোহিত শর্মা। এবার রাঁচিতেও রোহিতের দাপট অব্যহত। ১১৭ রানে তিনি অপরাজিত রয়েছেন। ভারত প্রথম দিনের শেষেে তিন উইকেট হারিয়ে ২২৪। 

4/5

রোহিতের ছক্কার রেকর্ড

রোহিতের ছক্কার রেকর্ড

টেস্টে প্রথমবার ওপেনিং করছেন রোহিত শর্মা। আর প্রথমবারেই বাজিমাত করলেন হিটম্যান। এদিন আবার ছক্কা মেরে সেঞ্চুরি করেন রোহিত। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার (ছয়) ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির রেকর্ড এখন হিটম্যানের পকেটে। আবার একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি ছক্কা (এখনও পর্যন্ত ১৭) হাঁকানোর রেকর্ডও গড়লেন তিনি। 

5/5

রোহিতের ছক্কার রেকর্ড

রোহিতের ছক্কার রেকর্ড

রোহিতের সঙ্গে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে। ৮৩ রানে অপরাজিত তিনি। রোহিতের মতো রাহানেও ধারাবাহিকতা বজায় রেখেছেন।