ISKCON Ulto Rath: যুদ্ধের আবহেই কলকাতায় রাশিয়া-ইউক্রেনকে মিলিয়ে দিলেন জগন্নাথ

Jul 09, 2022, 14:38 PM IST
1/7

টানা আট দিন মাসির বাড়িতে কাটিয়ে ন'দিনের মাথায় ঘরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ইসকনের উল্টোরথের এই পর্বকেই বলা হচ্ছে নীলাদ্রীযাত্রা। শনিবার সেই উল্টোরথ মিলিয়ে দিল যুযুধান রাশিয়া ও ইউক্রেনকে। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য

2/7

শনিবার আউট্রাম ঘাট থেকে বের হয় ইসকনের উল্টোরথ। সেই রথে সামিল হয়ে জগন্নাথ প্রেমে ভেসে গেলেন রাশিয়া ও ইউক্রেনের ইসকন ভক্তরা। একসঙ্গে ভোগ রাঁধলেন, তা বিলি করলেন, নাচলেন। মানুষকে প্রেমের বার্তা দিলেন। অথচ কয়েক মাস ধরেই চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার হামলায় বিধ্বস্ত ছোট্ট দেশ ইউক্রেন। তার পরেও দুদেশের মানুষজনকে মিলিয়ে দিলেন জগন্নাথ দেব। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য

3/7

ইসকনের রুশ তরুণী সন্ন্যাসিনী ত্রিশক্তি দেবদাসী বলেন, দুদেশের মধ্যে লড়াই চললেও জগন্নাথ ভক্তদের মধ্য়ে কোনও বৈরিতা নেই। কোনও লড়াই নেই। আমরা সবাই ভাইবোন। ভক্তরা একে অন্যের আত্মীয়। আমরা প্রেমের বাণী ছড়িয়ে দিতে এসেছি। যুদ্ধের সময় এই বার্তারা খুব প্রয়োজন। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য  

4/7

ইসকনের বিদেশি ভক্তদের ভিড়ে ছিলেন ইসকনের বহু সন্নাসিনী। হাতে হাত মিলিয়ে তাঁর নাচলেন, গাইলেন রুশ তরুণীদের সঙ্গে। এই দলে ছিলেন রাশিয়ার তরুণী সন্ন্যাসিনী বক্রেশ্বরী দেবদাসী। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য  

5/7

বক্রেশ্বরী বলেন, কৃষ্ণ প্রেমে এখানে কোনও বিভেদ বা শত্রুতা নেই। আমরা এই পৃথিবীর সন্তান। এখানে আমরা সবাই ভাইবোন। আমরা সবাই একই পরিবারের। সব দেশ, সব মানুষ এখানে এক। গান করে, কৃষ্ণ নাম করে আমরা পৃথিবীকে শান্তির বার্তা দিই। এর মধ্যেই আমরা সত্যিকারের সুখ খুঁজে পাই। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য

6/7

শনিবার আউট্রাম ঘাট থেকে ইসকনের উল্টোরথ বেরিয়ে তা চৌরঙ্গি, ধর্মতলা, মৌলালি, পার্কসার্কাস হয়ে পৌঁছয় অ্যালবার্ট রোডে।  -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য

7/7

উল্টোরথ নিয়ে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, রথ সবাইকে মিলিয়ে দেয়। দুনিয়ার ১৫০টি দেশে ইসকনের ভক্ত রয়েছেন। রাষ্ট্রসঙ্ঘে অনেক দেশ রয়েছে। তারা একই সংগঠনের সদস্য হলেও তাদের মধ্যে শত্রুতা রয়েছে। কিন্তু জগন্নাথ সবাইকে মিলিয়ে দেন। তাই তিনি লর্ড জগন্নাথ । সকালে রাশিয়া ও ইউক্রেনের ভক্তরা তাঁদের পছন্দের খাবার রান্না করেন। তা ভোগ হিসেব বিরতণ করেন। ওদের মধ্য়ে যুদ্ধ চলছে। কিন্তু ওরা এখন বন্ধু। জগন্নাথ ওদের মিলিয়ে দিয়েছেন। -তথ্য ও ছবি-কমলাক্ষ ভট্টাচার্য