কড়া ট্যাকেলে করোনাকে মাটিতে শুইয়ে দিয়েছেন বিশ্বসেরা ডিফেন্ডার, কিন্তু ভাইরাস দমেনি

Apr 17, 2020, 17:08 PM IST
1/5

মালদিলি ভাল আছেন

মালদিলি ভাল আছেন

ইতালির কিংবদন্তি ডিপেন্ডার পাওলো মালদিনি ও তাঁর ছেলের করোনার আক্রান্ত হওয়ার খবর ফুটবলপ্রেমীদের মন খারাপ করে দিয়েছিল। তবে এবার স্বস্তির খবর মিলল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন মালদিনি ও তাঁর ছেলে।

2/5

মালদিলি ভাল আছেন

মালদিলি ভাল আছেন

খেলোয়াড়ি জীবনে বহু স্ট্রাইকারকে দমিয়ে দিয়েছেন। এবার মারণ ভাইরাসকে কড়া ট্যাকেলে মাটিতে শুইয়ে দিলেন। কিন্তু ভাইরাস দমেনি। এখনও মালদিনিকে কাবু করে রেখেছে। করোনা আক্রান্ত হওয়ার পর তিন সপ্তাহ আইসোলেশনে ছিলেন মালদিনি। চিকিত্সা হয়েছে তাঁর। কিন্তু মালদিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন। 

3/5

মালদিলি ভাল আছেন

মালদিলি ভাল আছেন

এদিন মালদিনি বললেন, জিমে গিয়ে দশ মিনিট গা ঘামানোর চেষ্টা করেছিলাম। মনে হল মারা যাব। শরীর এতটাই ক্লান্ত। ৫২ বছর বয়স আমার। কিন্তু ট্রেনিং করতে গিয়ে এমন ক্লান্ত আজ পর্যন্ত হইনি। করোনা প্রাণঘাতী ভাইরাস।

4/5

মালদিলি ভাল আছেন

মালদিলি ভাল আছেন

এসি মিলানের কিংবদন্তি আরও বললেন, সাধারণ ফ্লু নয়। করোনা আক্রান্ত হয়ে জ্বর হলে শরীর পুরো ভেঙে যাবে। এখনও আমার শরীর সুস্থ হয়নি। শুকনো কাশি রয়েছে। সঙ্গে জিভে কোনও স্বাদ নেই। ঘ্রাণশক্তিও নেই। তবে খারাপ সময় কাটিয়ে উঠেছি। ধীরে ধীরে সুস্থ হয়ে যাব বলে আশা করছি।

5/5

মালদিলি ভাল আছেন

মালদিলি ভাল আছেন

পাঁচবার চ্যাম্পিয়ন লিগ ও সাতবার সিরি আ শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। মালদিনি অবসর ঘোষণা করেন ২০০৯ সালে। এর পর কোচিংয়ে হাত পাকানো শুরু করেন ইতালির এই ডিফেন্ডার।