মুম্বইয়ে জ্যাকলিনের ফ্ল্যাটের অন্দরমহল ঘুরে দেখেছেন?

Apr 18, 2020, 14:04 PM IST
1/16

১৯৮৫ সালের ১১ অগস্ট, বাহরাইনের মানামায় জন্ম হয় জ্যাকলিন ফার্নান্ডেজের।

2/16

জ্যাকলিনের বাবা ইউরোপীয় বংশোদ্ভূত শ্রীলঙ্কান। পেশায় মিউজিশিয়ান। আশির দশকে অশান্ত শ্রীলঙ্কা ছেড়ে পাড়ি দিয়েছিলেন বাহরাইনে। 

3/16

জ্যাকলিনের বাবা সেখানে মালয়েশিয়ান বিমানসেবিকা কিমকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলে এবং দুই মেয়ের মধ্যে সবথেকে ছোট জ্যাকলিন। 

4/16

১৪ বছর বয়স থেকে বাহরাইনের টেলিভিশনে তিনি সঞ্চালনার কাজ শুরু করেন জ্যাকলিন। তার সাংবাদিক হওয়ার পেছনে আরও একজনের ভূমিকা ছিল। তিনি তার কাকিমা ফ্রেডরিকা জান্সজ। একটি নামী পত্রিকার সম্পাদক ছিলেন ফ্রেডরিকা। 

5/16

 টানা চার বছর সক্রিয় সাংবাদিকতা করেছেন। খবর পড়তেন টিভিতে। সেখান থেকে বিনোদন দুনিয়া। লাইট-ক্যামেরা-অ্যাকশনের আঙিনায় উজ্জ্বল করেছেন নিজের নাম। শ্রীলঙ্কার মেয়ে জ্যাকলিন বড় হয়েছেন মিশ্র সংস্কৃতিতে।

6/16

সাংবাদিকতার পাশাপাশি টুকটাক মডেলিংও করতেন। ২০০৬ সালে তিনি মিস শ্রীলঙ্কা প্রতিযোগিতায় জয়ী হন। সে বছর লস অ্যাঞ্জেলসে মিস ইউনিভার্সের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন। ২০০৯ সালে ভারতে আসেন মডেলিংয়ের কাজে। 

7/16

 ২০০৮ সাল নাগাদ জ্যাকলিনের ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বাহরাইনের যুবরাজ হাসান বিন রসিদ আল খলিফার সঙ্গে। তিন বছর পরে ভেঙে যায় তাদের প্রেম। 

8/16

জ্যাকলিনের ফ্ল্যাটে  তাঁর অতিথি। জ্যাকলিনের এই ফ্ল্যাট থেকে দেখা যায় সমুদ্র।  

9/16

জ্যাকলিন কিন্তু বেশ ভালো পিয়ানো বাজান, সেটা কি জানেন?

10/16

জ্যাকলিনের ফ্ল্যাট  সাজিয়ে তোলার পর গৌরী খান।

11/16

জ্যাকলিনের ফ্ল্যাট  সাজিয়ে তোলার পর গৌরী খান।

12/16

গোটা  ফ্ল্যাটের মধ্যে এই জায়গাটি জ্যাকলিনের বড়ই প্রিয়।  

13/16

জ্যাকলিনের ফ্ল্যাট সাজিয়ে তোলার পর গৌরী খান।

14/16

নিজের ফ্ল্যাটের এই জায়গায় বসেই বই পড়া, চিত্রনাট্য পড়া, লেখা, সব কাজই করেন জ্যাকলিন। 

15/16

জ্যাকলিন ফার্নান্ডেজের ফ্ল্যাট সাজিয়েছেন গৌরী  খান।

16/16

নিজের ফ্ল্যাটের পছন্দের জায়গায় জ্যাকলিন ফার্নান্ডেজ।