Jalpaiguri: কিডনি দিয়ে ছেলেকে বাঁচাতে চান মা, অস্ত্রোপচারের খরচ জেনে দিশেহারা দিনমজুর বাবা

Dec 15, 2021, 12:59 PM IST
1/5

ছেলের ভবিষ্যত নিয়ে দিশেহারা ধুপগুড়ির পূর্ব ডাঙ্গাপাড়ার বাসিন্দা দীনবন্ধু রায়। ছেলের চিকিত্সার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছেন। এখন একটাই উপায় কিডনি প্রতিস্থাপন। সেখানেও সমস্যা পাহাড়প্রমাণ।

2/5

পেশায় দিন মজুর দীনবন্ধুকে চিকিত্সকরা জানিয়ে দিয়েছেন দুরারোগ্য অসুখে ছেলে সুকুমারের দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছে। শিলিগুড়ি, কলকাতা, বেঙ্গালুরু গিয়েও কোনও কাজ হয়নি।

3/5

ছেলের চিকিত্সা করাতে গিয়েছে জমি, বসত ভিটে। এখন থাকতে হচ্ছে গাদং হিমঘর সংলগ্ন এলাকায় এক ঝুপরিতে। পরিবারে রয়েছে দুই মেয়ে ও স্ত্রী। দিনমজুরের কাজ করে খরচ জোগাতে হাঁফিয়ে উঠেছেন দীনবন্ধু।

4/5

সুকুমারের দুটো কিডনি বিকলের পর এখন রাস্তা কিডনি প্রতিস্থাপন। সেই কিডনি দিতে চান দীনবন্ধুবাবুর স্ত্রী। পরিবারের আশা তাতে যদি প্রাণ বাঁচে সুকুমারের।

5/5

ছেলেকে মা কিডনি দিতে চাইলেও তাতে বাধা অপারেশনের খরচ। যে বিপুল টাকা ওই অপারেশনের জন্য প্রয়োজন সেই টাকা জোগাড় করা দীনবন্ধুর পরিবারের পক্ষে কার্যত অসম্ভব। এখন একটাই রাস্তা, কেউ যদি ওই অপারেশনের খরচ যোগাতে এগিয়ে আসেন। তারই কাতর আবেদন করছেন দীনবন্ধু ও তাঁর স্ত্রী।