বিধানসভার ভোট অস্ত্রে শান, পুজোর মুখে রাজ্য সফরে নাড্ডা

Oct 19, 2020, 16:23 PM IST
1/7

পুজোর মুখে রাজ্যে বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তবে কলকাতা, শিলিগুড়িতে। সেখান থেকেই বিধানসভায় ভোট-অস্ত্রে শান দেওয়া হবে। কিন্তু, রাজ্য বিজেপির অন্তর্কলহ নাড্ডাকে স্বস্তি দেবে না।   

2/7

কার্যকর্তা ও সামাজিক সমুহ বৈঠকে উপস্থিত হননি রাহুল সিনহা। কয়েকদিন আগেই বিজেপির সাংগঠনিক রদবদল হয়েছে। তাতে সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন রাহুল সিনহা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও উগড়ে দিয়েছেন।   

3/7

শিলিগুড়ির নৌকা ঘাটে রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা প্রদর্শন করেন নাড্ডা। উত্তরবঙ্গে প্রায় তিরিশ শতাংশ রাজবংশী ভোট রয়েছে।   

4/7

দুপুরে আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন বিজেপি সভাপতি। নাড্ডার সঙ্গে বৈঠক করতে রাজ্য ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা শিলিগুড়ি পৌঁছেছেন। তবে করোনা আক্রান্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হাসপাতালে ভর্তি। তিনি ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেবেন। 

5/7

উত্তরবঙ্গে প্রথমে আসার কথা ছিল অমিত শাহর। তার পরিবর্তেই আসছেন নাড্ডা। মনে করা হচ্ছে উত্তরবঙ্গ থেকেই একুশের বার্তা দেবেন নাড্ডা। এদিন মূলত উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। 

6/7

7/7