Karan Kundrra-Tejasswi Prakash: বাবা-মাকে সঙ্গে নিয়ে তেজস্বীর বাড়িতে করণ, আশীর্বাদ পর্ব সারলেন তেজরন!

| Mar 11, 2022, 16:13 PM IST
1/6

জনপ্রিয় জুটি

Famous Couple

নিজস্ব প্রতিবেদন: বিগ বস সিজন ১৫-এর সবচেয়ে চর্চিত জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ।   

2/6

তেজরণের রসায়ন

Tejran chemistry

বিগবসের ঘর থেকে বেরিয়েও তাঁদের সম্পর্ক অটুট। তাঁদের রসায়ন পছন্দ করেন দর্শকও।   

3/6

তেজস্বীর বাড়িতে...

In Tejasswi home

সম্প্রতি বাবা-মাকে সঙ্গে নিয়ে তেজস্বীর বাড়িতে হাজির হয়েছিলেন করণ কুন্দ্রা।  

4/6

পরিবারের সঙ্গে

With Family

সেখানেই পুরো পরিবারের সঙ্গে ফ্রেমবন্দি হন করণ। যদিও তাঁর সঙ্গে বাড়ির বাইরে আসেননি তেজস্বী।   

5/6

আশীর্বাদের অনুষ্ঠান

Roka Ceremony

পাপারাৎজিরা তাঁকে দেখেই মিষ্টি খাওয়ানোর দাবি করেন কারণ করণের মাথার তিলক দেখেই তাঁরা অনুমান করেন যে, রোকা অর্থাৎ আশীর্বাদের নিয়ম পালন করতেই এদিন করণ যান তেজস্বীর বাড়ি।  

6/6

বিয়ের প্রস্তুতি!

Wedding Bell!

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়েছে করণ ও তেজস্বীর বিয়ের প্রস্তুতি। খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে।