করোনা আতঙ্কে গৃহবন্দি, বাড়িতে বসে প্লেট ভর্তি গাজরের হালুয়ায় মজলেন করিনা

Mar 17, 2020, 21:08 PM IST
1/6

করোনা আতঙ্কে আপাতত গৃহবন্দি করিনা কাপুর খান। বাড়িতে বসে একবাটি গাজরের হালুয়া শেষ করে দিলেন বেবো। (ছবি-ইনস্টাগ্রাম)

2/6

বাড়িতে বসে গাজরে হালুয়াতে মজে থাকার ছবি নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন বেবো। (ছবি-ইনস্টাগ্রাম)

3/6

করোনা আতঙ্কে জিমও বন্ধ তাই আপাতত জিমেও যেতে পারছেন না করিনা। নেটিজেনদের আশঙ্কা বাড়িতে বসে মিষ্টি খেয়ে ওজন বাড়িয়ে না ফেলেন তাঁদের প্রিয় তারকা।  (ছবি-ইনস্টাগ্রাম)

4/6

যদিও কোনও কোনও নেটিজেন আবার বলেছেন জিম বন্ধ হলেও বাড়িতেই শরীরচর্চা করতে ভুলবেন না বেবো।  (ছবি-ইনস্টাগ্রাম)

5/6

এদিকে করোনা আতঙ্কে গৃহবন্দি সইফ বই পড়ায় মন দিয়েছেন। এমন ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন করিনা।  (ছবি-ইনস্টাগ্রাম)

6/6

তবে সইফ যখন বই পড়ায় ব্যস্ত করিনা তখন মন দিয়েছেন ইনস্টাগ্রামে।  (ছবি-ইনস্টাগ্রাম)