Malaika-র বাড়িতে Candle Light Dinner-এ Kareena ও তাঁর গার্লস গ্যাং

Jul 26, 2021, 15:44 PM IST
1/5

মালাইকা, অমৃতা মাহিপের সঙ্গে করিনা

Kareena Kapoor with Malika Arora, Amrita Arora and Maheep Kapoor

মুম্বইয়ে Covid-19 নিয়ে বিধিনিষেধ কিছুটা হ্রাস হতেই নিজেদের কাছের বন্ধুদের নিয়ে জমিয়ে পার্টি করতে দেখা যাচ্ছে বলি তারকাদের। রবিবার নিজের গার্লস গ্যাং-কে সঙ্গে নিয়ে ডিনার পার্টি করলেন করিনা কাপুর খান। হাজির ছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, মল্লিকা ভাট ও মাহিপ কাপুর, দেখা গেল না শুধু করিশ্মা কাপুরকে।  

2/5

অমৃতা অরোরার সঙ্গে করিনা

Kareena Kapoor shares adorable photo with Amrita Arora

রবিবারের ডিনার পার্টির ছবি উঠে এসেছে করিনার ইনস্টাগ্রাম স্টোরিতে। এই ছবিতে মোমবাতির আলোয় বেশ উজ্জ্বল দেখালো অমৃতা ও করিনাকে। 

3/5

বোন অমৃতার ছবি শেয়ার করেন মালাইকা

Malaika Arora shares photo of sister Amrita Arora

বোন অমৃতা অরোরার এই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মালাইকা লিখেছেন, “#djdoll”। ছবিতে অন্ধকারের মধ্যে ফোনের আলো জ্বেলে বসে থাকতে দেখা যাচ্ছে অমৃতাকে।   

4/5

মালাইকার উদ্যোগ ডিনার পার্টি

Dinner bash was hosted by Malaika Arora

রবিবার গার্লস গ্যাং-কে নিয়ে এই ডিনার পার্টির আয়োজন করেছিলেন মালাইকা অরোরা। তাঁর ফ্ল্যাটেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। ছবিতে মালাইকার ফ্ল্যাটের বিলাসবহুল বৈঠকখানা ও মোমবাতি দিয়ে সাজানো ডাইনিং রুমের ছবি উঠে এসেছে।  

5/5

অমৃতা অরোরা ও মল্লিকা ভাটের সঙ্গে করিনা

 Kareena Kapoor poses with Amrita Arora and Mallika Bhat

এই ছবিতে মোমবাতির আলোতে উজ্জ্বল করিনা, অমৃতা অরোরা এবং মল্লিকা ভাট। ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে করিনা লিখেছেন, "ইয়ে কমবক্ত ইশক"।