বিয়ের সাজে ক্য়াটরিনা, লুকিয়ে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী?

Jan 24, 2020, 10:18 AM IST
1/5

বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনা কাইফের সঙ্গে বিকি কৌশলের সম্পর্ক নিয়ে বি টাউনে জোর গুঞ্জন শুরু হয়েছে। সেই গুঞ্জনে এবার ঘৃতাহুতি পড়ল, যখন ক্যাটরিনার বিয়ের সাজের ছবি প্রকাশ্যে এল 

2/5

বিশ্বাস না হলে দেখুন এই ছবি। ছবিতে নতুন বইয়ের সাজে দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফকে। হাসি মুখেই পোজ দিতে দেখা য়াচ্ছে ক্যাটকে।

3/5

তবে পরবর্তী সিনেমার শ্যুটিংয়ের জন্যই নতুন বউয়ের সাজে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। তবে কোন সিনেমার জন্য ক্য়াটের এই সাজ, তা জানা যায়নি। শুধু তাই নয়, এই সিনেমায় ক্যাটরিনার বিপরীতে কি রয়েছেন বিকি কৌশল, তা অবশ্য জানা যায়নি

4/5

সম্প্রতি পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা যায় ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলকে।  সলমন কানের ছাতার তলা থেকে বেরিয়ে ক্যাট কি এবার বিকি কৌশলের প্রেমে মজলেন, তা নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন 

5/5

বর্তমানে সূর্যবংশী-র শ্যুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা। এই সিনেমায় ক্যাটের বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। তবে নতুন বউয়ের সাজে কোন সিনেমার জন্য ক্যাটরিনা পোজ দিয়েছেন, সে বিষয়ে জানা যায়নি কিছু