Khatron Ke Khiladi 12: 'খতরোঁ কে খিলাড়ি' নিয়ে ফিরছেন রোহিত, প্রতিযোগী কারা? দেখে নিন

 'খাতরো কে খিলাড়ি'র (Khatron Ke Khiladi 12) নয়া সিজনের প্রতিযোগী হিসেবে টেলিভিশনের একাধিক বড় সেলেবদের নাম ভাসছে।

Mar 29, 2022, 19:39 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন: 'খতরোঁ কে খিলাড়ি'র ১২তম সিজন নিয়ে (Khatron Ke Khiladi 12) ফের টিভির পর্দায় ফিরতে চলেছেন রোহিত শেট্টি (Rohit Shetty)। জুলাই থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে শুটিং। কোন সেলেবদের দেখা যেতে পারে রিয়্যালিটি শো'-এ? খবরে ভাসছে টেলিভিশনের একাধিক বড় সেলেবদের নাম।

2/10

এরিকা ফার্নান্ডেজ

Erica Fernandes

  রোহিত শেট্টির (Rohit Shetty) 'খতরোঁ কে খিলাড়ি'র ১২তম সিজনে (Khatron Ke Khiladi 12) দেখা যেতে পারে এরিকা ফার্নান্ডেজকে (Erica Fernandes)।

3/10

নিশান্ত ভাট

Nishant Bhat

  'বিগ বস'-এর পর  'খতরোঁ কে খিলাড়ি'তে (Khatron Ke Khiladi 12) দেখা যেতে পারে নিশান্ত ভাটকে (Nishant Bhat)।

4/10

পবিত্র পুনিয়া

Pavitra Punia

  'বিগ বস'-এর ১৪ নম্বর সিজনের পর  'খতরোঁ কে খিলাড়ি'তে (Khatron Ke Khiladi 12) অংশগ্রহণ করতে পারেন পবিত্র।

5/10

পরশ ছাবরা

Paras Chhabra

  শোনা যাচ্ছে এবার রোহিত শেট্টির  'খতরোঁ কে খিলাড়ি' (Khatron Ke Khiladi 12) করতে রাজি হয়েছেন পরশ ছাবরা।

6/10

শিবাঙ্গী জোশী

Shivangi Joshi

  'খতরোঁ কে খিলাড়ি' (Khatron Ke Khiladi 12) দেখা যেতে পারে টেলিভিশনের পরিচিত মুখ শিবাঙ্গী জোশী

7/10

রাজীব আদাতিয়া

Rajib

  'বিগ বস'-এর পর রোহিত শেট্টির শোতে দেখা যেতে পারে রাজীবকে।

8/10

তুষার কালিয়া

Tushar Kalia

  'ডান্স ডিওয়ান'-র বিচারকের আসন থেকে রোহিত শেট্টির শোতে দেখা যেতে পারে তুষারকে।

9/10

প্রতীক সেহেজপাল

Pratik Sehajpal

    'বিগ বস'-এর ঘরে নজরকাড়ার পর এবার 'খতরোঁ কে খিলাড়ি' (Khatron Ke Khiladi 12)-এ দেখা যেতে পারে প্রতীককে।

10/10

উর্বশী ঢোলাকিয়া

Urvashi Dholakia

  'নাগিন ৬'-এর পর এবার 'খতরোঁ কে খিলাড়ি' (Khatron Ke Khiladi 12)-তে দেখা যেতে পারে 'বিগ বস' বিজয়ী উর্বশী ঢোলাকিয়াকে।