গণেশের বাহন কেন ইঁদুর? জানেন?

Aug 23, 2020, 18:51 PM IST
1/5

মা দূর্গার বাহন সিংহ। কার্তিকের বাহন ময়ূর। মা লক্ষ্মীর বাহন পেঁচা। ঠিক একইভাবে গণেশের বাহন ইঁদুর। কেন জানেন?

2/5

পুরাণ অনুযায়ী, গজমুখ নামের অসুর রাজা ছিল। সে যেভাবেই হোক প্রবল শক্তিশালী হতে চাইত। আর তার জন্য গজমুখ শিবের উপাসনা শুরু করে। স্বর্গ ও মর্তের রাজা হওয়াই ছিল তার আসল উদ্দেশ্য।

3/5

বহু বছর ধরে ধ্যান করার পর একদিন দেবাদিদেব তাঁকে দর্শন দেন। তার পর শিবের বরে প্রবল শক্তিশালী হয় গজমুখ। এর পরই গজমুখ দেবতাদের উপর আক্রমণ শুরু করে। তাঁর অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠে।

4/5

মহাদেব, ব্রক্ষা, বিষ্ণু ও গণেশকে বাদ দিয়ে বাকি সব দেবী-দেবতাদের বেশ আনতে চেয়েছিল গজমুখ। সমস্ত দেবতারা এর পর মহাদাবের স্মরন্নাপন্ন হন। মহাদেব তখন গজমুখকে নিকেশ করার দায়িত্ব দেয় গণেশকে। 

5/5

গণেশের সঙ্গে গজমুখের প্রবল যুদ্ধ হয়। ঘায়েল হয় গজমুখ। কিন্তু পরাজয় স্বীকার করেনি। সে ইঁদুরের রূপ ধরে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে গণেশকে হামলা করে। গণেশ তখনই গজমুখের উপর বসে পড়ে। এবং গজমুখকে আজীবনের জন্য ইঁদুরে রূপান্তরিত করে দেয়। গজমুখ এর পর নিজের ভুল বুঝতে পারে। তার পর থেকে ইঁদুররূপী গজমুখ গণেশের পরম ভক্ত হয়ে যায়।