মা হওয়ার পর ওজন কমিয়ে ফটোশ্যুটে নজরকাড়া Koel Mallick

Mar 22, 2021, 19:47 PM IST
1/5

 মা হওয়ার পর প্রথম ছবি 'ফ্লাইওভার' মুক্তি পাবে আগামী ২ এপ্রিল অর্থাৎ বাঙালির ১লা বৈশাখের দিন। তবে তারও আগে ফটোশ্যুটে নজর কাড়লেন অভিনেত্রী কোয়েল মল্লিক। 

2/5

নীল রঙের হল্টার নেক গাউনে উপচে পড়ল গ্ল্যামার। সদ্য মা হয়েছেন, তা কোয়েল মল্লিককে দেখে বোঝার উপায় নেই। 

3/5

মাতৃত্বকালীন অবস্থায় ওজন বেড়েছিল অনেকটাই, তবে সেটা কমিয়ে ফের আগের মতোই 'স্লিম অ্যান্ড ট্রিম' কোয়েল মল্লিক। 

4/5

প্রসঙ্গত, পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি 'ফ্লাইওভার'এ এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। 

5/5

'ফ্লাইওভার' ছবিতে সাংবাদিক বিদিশা কোয়েল মল্লিককে ধরেই এগোবে ছবির গল্প। পরিচালকের কথায়, চরিত্রটির জন্য তাঁর কোয়েলকেই এক্কেবারে পারফেক্ট মনে হয়েছে।