আধুনিক হচ্ছে মেট্রোর এসকেলেটর, কমবে আছাড় খাওয়ার ঝুঁকি

Dec 19, 2018, 21:12 PM IST
1/4

মেট্রোর এসকেলেটরে দুর্ঘটনা কমাতে তত্পর হল কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সেজন্য এসকেলেটরের পা রাখার জায়গা আরও বড় করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন এসকেলেটরগুলিতে এই ব্যবস্থা করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। 

2/4

কলকাতা শহরকে প্রথম এসকেলেটর চিনিয়েছিল মেট্রো। যাত্রীদের সুবিধার জন্য লাগানো এসকেলেটরগুলি অনেক সময়ই বিড়ম্বনার কারণ হয়ে ওঠে। বিশেষ করে প্রবীণ নাগরিক ও শিশুরা এসকেলেটরে চড়তে সমস্যার মুখে পড়েন। 

3/4

মেট্রোর এসকেলেটরে দুর্ঘটনাও বিরল ঘটনা নয়। একাধিক যাত্রী এসকেলেটরে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। 

4/4

মেট্রো কর্তৃপক্ষের দাবি, ২ দশক আগে তৈরি এসকেলেটরগুলিতে পা রাখার জায়গা ছিল খুব কম। যার ফলে এসকেলেটরে পা রাখতে ভয় পান অনভ্যস্তরা। পা-রাখার জায়গা বড় হলে সমস্যা কমবে। আপাতত দমদম স্টেশনের দক্ষিণ দিকের এসকেলেটরটিতে চলছে সংস্কারের কাজ। সেখানেও এই প্রযুক্তির প্রয়োগ হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।