ধনদেবীর কাছে একটাই প্রার্থনা লকেট চট্টোপাধ্যায়ের!

Oct 24, 2018, 13:09 PM IST
1/4

লাল পেড়ে সাদা শাড়িতে সেজে লক্ষ্মী আরাধনায় ব্যস্ত লকেট চট্টোপাধ্যায়।

2/4

আজ সারাদিন পুজোর কাজ নিয়েই থাকবেন বলে জানালেন বিজেপি নেত্রী।

3/4

নাড়ু, মোয়া, মুড়কি, মিষ্টি, ফলমূল ঘর জুড়ে থালায় থালায় সব সাজানো।  

4/4

লকেট জানান, ধনদেবীর কাছে তাঁর একটাই প্রার্থনা। পশ্চিমবঙ্গের অনেক মানুষের দুবেলা দুমুঠো অন্ন জোটে না। রাজ্যের সব মানুষের জন্য তাই লক্ষ্মী ঠাকুরের কাছে অন্ন প্রার্থনা করবেন তিনি।