স্ট্রেচ মার্কস নিয়ে বিতর্কের পর ফের গ্ল্যামারাস অবতারে মালাইকা

Feb 04, 2021, 17:01 PM IST
1/7

স্ট্রেচ মার্কস নিয়ে বিতর্কের পর এবার যেন ঝলসে উঠলেন মালাইকা অরোরা। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন মালাইকা অরোরা। যেখানে গাঢ় সবুজ রঙের হাই স্লিট পোশাকে দেখা যায় মালাইকাকে

2/7

মালাইকা যখন নিজের সোশ্য়াল হ্যান্ডেলে সবুজ রঙের হাই স্লিট পোশাক পরে ছবি শেয়ার করেন, তা প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায়। মালাইকার হাই স্লিট পরা পোশাক পরে ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই তাঁকে দেখে প্রশংসায় ভরিয়ে দেন তারকারা। লক্ষ্মী মঞ্চুর পাশাপাশি  অমৃতা অরোরা, প্রত্যেকে মালাইকার প্রশংসায় একের পর এক কমেন্ট করতে শুরু করেন

3/7

সম্প্রতি গোয়ায় বেড়াতে যান মালাইকা অরোরা। গোয়ায় গিয়ে অর্জুন কাপুরের সঙ্গে একাধিকবার লেন্সবন্দি হন মাল্লা। গোয়ায় গিয়ে কখনও মনোকিনি পরে ফটোশ্যুট করতে দেখা যায় মালাইকাকে, আবার কখনও নিজের মতো করে পুলের পাশে বসে যোগা করতে দেখা যায় অভিনেত্রীকে 

4/7

গোয়া থেকে ফেরার পর প্রতিদিনের নিয়ম মেনে জিমে হাজির হন মালাইকা অরোরা। জিম সেশনের পর মালাইকা যখন সেখান থেকে বের হন, ওই সময় অভিনেত্রীর পেটের স্ট্রেচ মার্কস উঠে আসে ক্যামেরার সামনে। যে ছবি প্রকাশ্যে উঠে আসতেই জোর কদমে কটাক্ষ করা হয় মালাইকাকে। মাল্লার এবার বয়স হয়েছে বলে অনেকে মন্তব্য করেন। কেউ কেউ বলতে শুরু করেন, বয়স আর লুকোবেন না। যদিও একের পর এক আক্রমণের মুখে পড়েও  মালাইকা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

5/7

এদিকে স্ট্রেচ মার্কস নিয়ে বিতর্কের পর ফের মালাইকার বাড়িতে দেখা যায় অর্জুন কাপুরকে। এমনকী, মালাইকার বাড়ির ছাদ থেকে একযোগে ছবি শেয়ার করতে দেখা যায় দুজনকে। মালাইকা এবং অর্জুনের ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ফের আলোচনা শুরু হয়ে যায় জোর কদমে 

6/7

যদিও অর্জুনের সঙ্গে মালাইকা কবে গাঁটছড়া বাঁধছেন, তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। তবে এই মুহূর্তে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা যে নিজেদের কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত, তা বার বার স্পষ্ট করে দিয়েছেন

7/7

প্রসঙ্গত অর্জুন কাপুর ভূত পুলিসের শ্যুটিং শেষ করে পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত। অন্যদিকে নিজের জিম সেশন এবং টেলিভিশন শো নিয়ে ব্যস্ত মালাইকা অরোরা। এসবের মাঝেই মালাইকার স্ট্রেচ মার্কসের প্রসঙ্গ তুলে কটাক্ষ শুরু করেন নেট জনতার একাংশ। নয়া ফটোশ্যুটে মালাইকা এবার সেই কটাক্ষের পালটা জবাব দিলেন বলেই মনে করছেন অনেকে