তেরঙা হাতে কেঁদে ফেললেন সোনার মেয়ে, নিলেন এই কঠিন শপথ

Nov 24, 2018, 23:52 PM IST
1/6

দেশকে পদক উত্সর্গ

marry_6

ঐতিহাসিক জয়ে দেশকে ফের গর্বিত করলেন বক্সার মেরি কম। মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মেয়ে। এনিয়ে ৪৮ কেজি বিভাগে ষষ্ঠ সোনা জয় মেরি কমের।   

2/6

দেশকে পদক উত্সর্গ

marry_5

৪৮ কেজি বিভাগের বক্সিং ফাইনালে ইউক্রেনের হান্না ওহোটাকে ৫-০-তে  হারালেন তিন সন্তানের মা মেরি কম। 

3/6

দেশকে পদক উত্সর্গ

marry_4

সোনা জেতার পরই ছুঁয়ে ফেললেন কিউবার বক্সার ফেলিক্স স্যাভনকে। ২০০১ সালে রূপো জয় দিয়ে শুরু হয়েছিল মেরির সফর। এরপর ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে সোনা জেতেন তিনি।

4/6

দেশকে পদক উত্সর্গ

marry_3

ঐতিহাসিক জয়ের পর তেরঙা হাতে ছলছল চোখে দেশকে পদক উত্সর্গ করলেন সোনার মেয়ে। চলতিবছরেই কমনওয়েলথে গেমসে সোনা জিতেছিলেন।   

5/6

দেশকে পদক উত্সর্গ

marry_2

সোনা জেতার পর নিলেন আগামীর শপথ। বললেন, ''খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। টোকিও অলিম্পিকে ৪৮ কেজির বিভাগ নেই। কিন্তু আপনাদের ভালবাসা ও সমর্থন পেলে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারব''। 

6/6

দেশকে পদক উত্সর্গ

marry_1

৫১ কেজি বিভাগে অধিক উচ্চতার বক্সার সঙ্গে লড়াই করতে হবে। তবে টোকিও অলিম্পিকের আশা ছাড়ছেন না মেরি কম। দেশকে সোনা দিতে চান সোনার মেয়ে।