এনফিল্ড ক্লাসিককে টেক্কা দিতে এল জওা, দামে অনেকটাই কম

Nov 15, 2018, 17:14 PM IST
1/4

জওা মোটরসাইকেলস ইন্ডিয়া বাজারে নিয়ে এল তাদের নতুন মোটরবাইক। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-কে টেক্কা দিতেই বাজারে  ওই বাইক নিয়ে আসা হয়েছে বলেই মত ওয়াকিফহাল মহলের। জওা ৪২ নামের এই মোটরবাইকের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। যা রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মডেলের বাজার মূল্যের তুলনায় ৯ হাজার টাকা কম।

2/4

 জওা মোটরসাইকেলস ইন্ডিয়া জানিয়েছে,  দেশের ১০৫জন ডিলার তাদের এই পণ্য বাজারে সরবরাহ করবে। আর এই ডিসেম্বর থেকেই ৬৫টি ডিলার জওা মোটরবাইক বিক্রি করতে শুরু করবে।

3/4

জওা ২৯৩ সিসির ফোর স্টোক মোটরবাইক। সিঙ্গল সিলেন্ডারওয়ালা এই মোটরবাইকে রয়েছে সিক্স-স্পিডের মেশ গিয়ারবক্স। জওা জানিয়েছে এতে ২৭ বিএইচপি আউটপুট পাওয়া যাবে। এতে টায়ারের আয়তন যথাক্রমে ৯০/৯০-১৮ (ফ্রন্ট), ১২০/৮০-১৭ (ব্যাক)।    জওা ৪২-তে রয়েছে এবিএস সিস্টেম। ওয়েল ট্যাঙ্কার ১৪ লিটারের। 

4/4

জওা মোটরসাইকেলস ইন্ডিয়া মনে করছে ইয়ংস্টাররা এই বাইক লুফে নেবে।