কোহলি, ধাওয়ানদের মতো তাবর ব্যাটসম্যানদের রেকর্ড ভেঙে চুরমার করলেন এক মহিলা ক্রিকেটার

Sep 06, 2019, 13:47 PM IST
1/5

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

হাসিম আমলা, বিরাট কোহলি, কুইন্টন ডি কক, ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ানের মতো তারকা ব্যাটসম্যানদের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন একজন মহিলা ক্রিকেটার। 

2/5

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং একদিনের ক্রিকেটে সব থেকে কম ইনিংস খেলে ১৩টি সেঞ্চুরি করলেন। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে এই রেকর্ড করলেন তিনি।

3/5

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

প্রথম ম্যাচে ১২১ রান করলেন ল্যানিং। তাঁর এই দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে অস্ট্রেলিয়া রেকর্ড ১৭৮ রানে ম্যাচ জিতেছে। ল্যানিংয়ের ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে।

4/5

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

১৩টি ওডিআই সেঞ্চুরি করতে ল্যানিং নিলেন ৭৬টি ইনিংস। বিরাট কোহলি ৮৩ ও আমলা ৮৬ ইনিংস খেলে ১৩টি সেঞ্চুরি করেছিলেন। শিখর ধাওয়ান ৯৯ ইনিংস নিয়েছিলেন। 

5/5

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

কোহলিদের টপকে গেলেন ল্যানিং

একদিনের ক্রিকেটে মহিলা ক্রিকেটার হিসাবে এখন সব থেকে বেশি সংখ্যক সেঞ্চুরির মালিক এখন ল্যানিং। তাঁর ঠিক পিছনে রয়েছেন নিউ জিল্যান্ডের সুজি বেটস।