রবীন্দ্রসদনে আয়োজিত প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণসভা 'নাম জীবন'

Dec 05, 2020, 20:32 PM IST
1/9

শনিবার ৫ ডিসেম্বর রবীন্দ্রসদনে আয়োজিত হল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণসভা।    ছবি ও তথ্য-অনসূয়া বন্দ্যোপাধ্যায়

2/9

স্মরণসভা অনুষ্ঠানের নাম রাখা হয় 'নাম জীবন'।

3/9

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠান 'নাম জীবন'-এ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।      ছবি ও তথ্য-অনসূয়া বন্দ্যোপাধ্যায়

4/9

 এদিন সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিভিন্ন ছবি ও নাটকে তাঁর চরিত্রের পোশাক দিয়ে সাজানো হয়েছিল রবীন্দ্রসদন প্রাঙ্গন।      ছবি ও তথ্য-অনসূয়া বন্দ্যোপাধ্যায়

5/9

সাজানো হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবির কাট আউট দিয়েও।   ছবি ও তথ্য-অনসূয়া বন্দ্যো

6/9

সাজানো হয়েছিল 'ঘটক বিদায়', 'রাজা লিয়র'-এর মত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রের পোশাক দিয়ে।     ছবি ও তথ্য-অনসূয়া বন্দ্যোপাধ্যায়

7/9

সাজানো হয়েছিল 'ছাড়িগঙ্গা', 'নীলকণ্ঠ', 'হোমাপাখি', 'বিদেহী'র মত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রের পোশাক দিয়ে।     ছবি ও তথ্য-অনসূয়া বন্দ্যোপাধ্যায়

8/9

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সেন।  ছবি ও তথ্য-অনসূয়া বন্দ্যোপাধ্যায়

9/9

উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক সেন, দেবশঙ্কর হালদার, রাঘব চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, শ্রীকান্ত আচার্য, সৃজাত বন্দ্যোপাধ্যায়, অতনু ঘোষ, গৌতম ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।    ছবি ও তথ্য-অনসূয়া বন্দ্যোপাধ্যায়