ঘণ্টায় ১৩০ কিমি গতিবেগে দৌড়বে লোকাল, দেখে নিন সেই ট্রেনের ছবি

Dec 19, 2018, 22:14 PM IST
1/12

ট্রেন-১৮ এর মতো আরও একটা সফল উদ্যোগ ভারতীয় রেলের। এবার লোকাল ট্রেনও দৌড়বে প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটারের গতিতে। 

2/12

দিল্লিতে হতে চলেছে প্রথম পরীক্ষামূলক দৌড়। আর এই ট্রেনে থাকছে বায়ো টয়লেট থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে আরামদায়ক আসন।         

3/12

নতুন বছরের আরও একটা উপহার দিতে চলেছে মোদী সরকার। চেন্নাইয়ের কোচ কারখানায় তৈরি হয়েছে নতুন ট্রেনটি। পরীক্ষামূলক দৌড়ের পর এটি চালু করা হবে। 

4/12

এই MEMU ট্রেনে থাকবে বায়ো টয়লেট। ফলে লোকাল ট্রেনেও এবার শৌচকর্ম সারতে পারবেন যাত্রীরা। 

5/12

ট্রেনে থাকছে স্লাইডিং দরজা। ডান ও বাম- দুই দিক থেকে খোলা যাবে দরজা। 

6/12

চালকের স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখতে আরামদায়ক আসন ও কেবিন আরও বড় করা হয়েছে এই ট্রেনে।  

7/12

জিপিএস তথ্য সরবরাহ প্রযুক্তি থাকছে ট্রেনের প্রতিটি কামরায়। এর ফলে গন্তব্য সংক্রান্ত তথ্য যেমন পরবর্তী স্টেশনের নাম ফুটে উঠবে ইলেকট্রিক বোর্ডে।  

8/12

লাগেজ রাখার জন্য থাকছে অ্যালুমিনিয়াম তাক। 

9/12

ট্রেনের যন্ত্রাংশের বেশিরভাগ অংশই থাকছে নীচে। ফলে ওপরে অনেকটা জায়গা বাঁচছে। 

10/12

বসার আসন অনেকটা বড় এবং আরামপ্রদ। 

11/12

দরজা আগের চেয়ে বেশি নিরাপদ। 

12/12

নতুন এই লোকাল ট্রেনটি পরীক্ষামূলকভাবে লখনৌয়ে চালানো হবে। একাধিক পরীক্ষায় পাশ করার পর নতুন বছর থেকে দিল্লি ও উত্তরপ্রদেশের চলাচল করবে গতিসম্পন্ন লোকাল ট্রেন।