হার্দিক পাণ্ডিয়া না থাকলে ভারতীয় দলের কতটা ক্ষতি, বলে দিলেন ক্লার্ক

| Jan 20, 2019, 16:57 PM IST
1/5

হার্দিকের পাশে এবার ক্লার্ক

হার্দিকের পাশে এবার ক্লার্ক

সামনেই বিশ্বকাপ। তার আগে হার্দিক পাণ্ডিয়া দলে ফিরবেন কি না এখনও কোনও নিশ্চয়তা নেই। পাণ্ডিয়া না থাকলে কি ভারতীয় দলে কোনও সমস্যা হবে? মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করায় পাণ্ডিয়ার মুণ্ডপাত করছেন অনেকে। কেউ কেউ আবার বলছেন, অনেক হল! এবার পাণ্ডিয়াকে দলে ফেরানো হোক।

2/5

হার্দিকের পাশে এবার ক্লার্ক

হার্দিকের পাশে এবার ক্লার্ক

তবে ক্রিকেটীয় স্বার্থে দেখলে বলাই যায়, বিশ্বকাপের আগে পাণ্ডিয়ার এমন শাস্তি আখেরে ভারতীয় দলের পক্ষে ক্ষতি। একই কথা মেনে নিলেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। 

3/5

হার্দিকের পাশে এবার ক্লার্ক

হার্দিকের পাশে এবার ক্লার্ক

বিশ্বকাপের প্রস্তুতি ঠিক মতো সারতে পারবেন না পাণ্ডিয়া। মানসিক দিক থেকে তিনি অনেকটা মুষড়ে রয়েছেন। তার উপর শাস্তির খাঁড়া। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার। জানিয়েছে বিসিসিআই। 

4/5

হার্দিকের পাশে এবার ক্লার্ক

হার্দিকের পাশে এবার ক্লার্ক

মাইকেল ক্লার্ক বললেন, ''পাণ্ডিয়া প্রতিভাবান ক্রিকেটার। একার হাতে ম্যাচ বের করে দেওয়ার ক্ষমতা রাখে। এমন অলরাউন্ডার দলের ভারসাম্য রক্ষা করে. ওর না থাকাটা ভারতীয় দলকে ভাবাবে। ওকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখলে বড় ভুল হবে।''

5/5

হার্দিকের পাশে এবার ক্লার্ক

হার্দিকের পাশে এবার ক্লার্ক

কিন্তু হার্দিক যেটা করেছেন তার কোনও শাস্তি হবে না? ক্লার্ক বললেন, ''ক্রিকেটাররা গোটা দেশের কাছে রোলমডেল। ওরা কী বলছে, কী করছে সেটা অনেকেই ফলো করে। তাই প্রকাশ্যে বুঝে-শুনে কথা বলাটা ক্রিকেটারদের কর্তব্য। এক্ষেত্রে হার্দিক বড় ভুল করেছে। তবে আমরা সবাই ভুল করি। সেই ভুল থেেক শিক্ষা নিয়ে এগিয়ে যাই। হার্দিকও একটা বড় শিক্ষা পেয়েছে বলে আমার ধারণা।''