ওষুধ ছাড়া মাইগ্রেনের ব্যথা কমাতে চান? নিয়মিত খান এই খাবারগুলি

Apr 05, 2022, 19:02 PM IST
1/6

মাইগ্রেন

Migraine

মাইগ্রেনের ব্যাথায় বাঁচা মুশকিল হয়ে যায়। ছেলে-মেয়ে নির্বিশেষে এই রোগের শিকার। তবে মাইগ্রেন সমস্যায় অনেক বিষয় আমাদের জানা প্রয়োজন। এই সমস্যা চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়া প্রয়োজন।

2/6

মাইগ্রেন

Migraine

তবে মাইগ্রেনের ব্যাথায় ওষুধও অনেক সময় কাজ করে না। আবার ওষুধ ছাড়া উপায় নেই। তবে ওষুধ ছাড়াও ব্যাথা কমানোর কিছু উপায় আছে। জেনে নিন 

3/6

মাইগ্রেন

Migraine

বাঁধাকপির ম্যাগনেশিয়াম, ওমেগা ৩ ও ফাইবার, বাঁধাকপির স্যুপ ও স্মুথি বা সালাদ। এসব খাবার, মাইগ্রেনের ব্যথা কমান। এছাড়া রয়েছে গাজর ও মিষ্টি আলু। গাজর ও মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন। আরও রয়েছে ভিটামিন সি, বি২, বি৬, নিয়াসিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ও ফসফরাস আছে, যা ব্যথা দূর করে।

4/6

মাইগ্রেন

Migraine

মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে চেরি ফলের জুসও ভালো বেশ উপকারী। চেরিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনলস নামের অ্যান্টি-অক্সিডেন্ট। চেরি স্ট্রেস দূর করে, মাথাব্যথা কমায়।

5/6

মাইগ্রেন

Migraine

মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে আরেকটি বিশেষ খাবার হচ্ছে মাশরুম। মাশরুমে ম্যাগনেশিয়াম ও রিবোফ্লোবিন থাকায় মাইগ্রেন কমে। চেরিতেও রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনলস নামের অ্যান্টি-অক্সিডেন্ট। চেরি স্ট্রেস দূর করে, মাথাব্যথা কমায়।

6/6

মাইগ্রেন

Migraine

চকোলেট, অ্যালকোহল (ওয়াইন), ডিম, দুধ বা দুগ্ধজাত দ্রব্য, পেঁয়াজ, টম্যাটো, ময়দার রুটি মাইগ্রেনের অ্যাটাকের সময় ভুলেও খাবেন না। ব্যথা হলে প্রচুর পরিমাণে জল খান।