আজই বিয়ে, গায়ে হলুদ ও সঙ্গীতের অনুষ্ঠান Om-Mimi

Feb 03, 2021, 18:07 PM IST
1/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by OM (@om_sahani15)

আজই (বুধবার) বিয়ে, সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে অভিনেত্রী মিমি দত্ত। 

2/8

মঙ্গলবার ওম-মিমির সঙ্গীত সেরিমনিতে হাজির হয়েছিলেন সন্দীপ্ত সেন, সায়ন্তনী গুহ ঠাকুরতা। দেবপর্ণা পাল চৌধুরী সহ অন্যান্য টেলি তারকারা। 

3/8

ডান্স ফ্লোর কাঁপালেন ওম-মিমি।

4/8

হবু বর-কনে ওম-মিমির সঙ্গে সায়ন্তনী। 

5/8

প্রাক-বিবাহ অনুষ্ঠানে হবু কনে মিমি দত্তের সঙ্গে সন্দীপ্তা, সায়ন্তনী সহ টেলি তারকারা। 

6/8

ওম-মিমির প্রাক-বিবাহ অনুষ্ঠানে সায়ন্তনী। হাবির সঙ্গে পৌঁছেছিলেন দেবপর্ণাও। 

7/8

বিয়ের আগে আশীর্বাদের অনুষ্ঠানে ওম-মিমি। অনুষ্ঠানের একটি ভিডিয়োও পোস্ট করেছেন মিমি দত্ত।  

8/8

আইবুড়োভাতের অনুষ্ঠানে লাল শাড়ি ও সোনার গয়নায় সেজে ওঠেন অভিনেত্রী মিমি দত্ত। মুখে মাছ নিয়ে ছবি তোলার জন্য পোজ  মিমির।