সংবাদমাধ্যম ও বিনোদন দুনিয়ার কাজের ক্ষেত্রে কেন্দ্রের তরফে ঘোষণা নিয়মাবলী

Aug 23, 2020, 15:13 PM IST
1/6

বিনোদন দুনিয়া ও সংবাদমাধ্যমে কাজের ক্ষেত্রে বেশকিছু নিয়মাবলী জারি করল কেন্দ্রীয় সরকার।

2/6

 ১) যেসমস্ত কর্মীদের অতিরিক্ত ঝুঁকি রয়েছে, তাঁদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ২) জনসমক্ষে ফেস মাস্ক পড়া বাধ্যতামূলত। ৩) কাজের জায়গায় ঢুকে ঘন ঘন হাত ধুতে হবে।

3/6

 ৪) যত্রতত্র থুতু ফেলে যাবে না। ৫) হাঁচি-কাশির সময় মুখে হাত দিতে হবে, অন্য়ান্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ৬) অবশ্যই আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করুন। 

4/6

৭) ঢোকার জায়গায় তাপমাত্রা দেখতে হবে, যাঁদের কোনও লক্ষণ নেই, তাঁদেরকেই কাজের জায়গায় ঢোকার অনুমতি। ৮) সমস্ত জায়গায় দুই ব্যক্তির মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। ৯) ঢোকার আগে গাড়ি রাখার জায়গায় যেন অযথা ভিড় না জমে সেটা খেয়াল রাখতে হবে। 

5/6

১০) নির্দিষ্ট দূরত্ব যেন বজায় থাকে সেটি খেয়াল রাখতে হবে। ১১) পোস্টার লাগানোর ক্ষেত্রে বিধিনিষেধ, ১২) দূরত্ব বজায় রেখেই বসার জায়গা তৈরি করতে হবে। 

6/6

১৩) হাতে হাতে টিকিট কাটার দরকার নেই, অনলাইনে টিকিট কাটুন। ১৪) কাজের জায়গায় যাতে ঘনঘন স্যানিটাইজড করে নেওয়া যান সেটা খেয়াল রাখতে হবে। ১৫) নির্দিষ্ট সংখ্যক লোকজন নিয়ে শ্যুটিং করতে হবে। ১৬) শ্যুটিংয়ের সময় দর্শক প্রবেশ নিষেধ