TRP List: জনপ্রিয়তা কমছে! নম্বর কমল মিঠাই সহ সব ধারাবাহিকের

Oct 21, 2021, 20:54 PM IST
1/10

মিঠাই

Mithai

নিজস্ব প্রতিবেদন: গত আড়াই মাস ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে মিঠাই। এবারও তার জয়ে ধারা অব্যাহত। তবে নম্বর কমেছে এই ধারাবাহিকের। গত সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছিল ১০.৬ আর এই সপ্তাহে মিঠাইয়ের নম্বর ৯.৬। তবে শুধু মিঠাই নয়, একাধারে প্রায় সব ধারাবাহিকরই নম্বর কমেছে এই সপ্তাহে। 

2/10

যমুনা ঢাকি

Jamuna Dhaki

সমস্ত বিতর্ক এড়িয়ে ৮.১ নম্বন নিয়ে এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ঢাকি। মহালয়ার আগে বিসর্জন দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিল এই ধারাবাহিক। 

3/10

উমা

Uma

এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে উমা। তার প্রাপ্ত নম্বর ৭.৪।

4/10

রানি রাসমণি উত্তর পর্ব

Rani Rasmani Uttar Porbo

মাত্র ০.১ নম্বরের জন্য প্রথম তিনে জায়গা পেল না রানি রাসমণি উত্তর পর্ব। ৭.৩ নম্বর নিয়ে ষষ্ঠ স্থান থেকে চতুর্থস্থানে উঠে এল এই ধারাবাহিক

5/10

অপরাজিতা অপু

Aparajita Apu

অবনতি হয়েছে অপুর। ৭.২ নম্বর পেয়ে এবার পঞ্চম স্থানে অপরাজিতা অপু। 

6/10

সর্বজয়া

Sarbojaya

নম্বর কমেছে, তা সত্ত্বেও নবম স্থান থেকে ষষ্ঠস্থানে  উঠে এল সর্বজয়া। তার প্রাপ্ত নম্বর ৬.৫। 

7/10

দাদাগিরি সিজন ৯

Dadagiri Season 9

৬.৪ নম্বর পেয়ে এই সপ্তাহেও সপ্তম স্থানে রয়েছে দাদাগিরি। 

8/10

ধূলোকণা

Dhulokona

এবারও অষ্টম স্থানে রয়েছে ধূলোকণা। তার প্রাপ্ত নম্বর ৬.২। 

9/10

মন ফাগুন

Mon Phagun

৬.১ নম্বর পেয়ে পঞ্চম স্থান থেকে নবম স্থানে নেমে এসেছে মন ফাগুন। 

10/10

খড়কুটো

Kharkuto

আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও দশম স্থানে রয়েছে খড়কুটো।  এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৫.৯।